Logo
Logo
×

খেলা

আইসিসির নিয়ম মেনেই হৃদয়ের শাস্তি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:০২ এএম

আইসিসির নিয়ম মেনেই হৃদয়ের শাস্তি

ছবি: সংগৃহীত

মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি হয়েছে আগেরদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন হৃদয়ের শাস্তি কেন বারবার হচ্ছে।

এ বিষয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানালেন, সবার যেমন জানার অধিকার আছে, তেমনি শাস্তি কেন হলো সেটারও জবাবদিহি করা আমাদের দায়িত্ব।

এ বিষয়ে কাল ইফতেখার বলেন, ‘প্রিমিয়ার লিগের কোড অব কনডাক্টে স্পষ্টভাবেই লেখা আছে আউট হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের বেশি আপনি উইকেটে থাকতে পারবেন না। এই আইন হঠাৎ করে নয়, আইসিসির নিয়ম থেকেই নেওয়া। হৃদয়ের শাস্তি নিয়ে সমালোচনা করার আগে আইনও পড়তে হবে।’

ঢাকা প্রিমিয়ার লিগে হৃদয়ের শাস্তি নিয়েই শেষটায় যত সমালোচনা শুরু হয়েছে। সবশেষ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার উইকেটে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকা ও আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ৫.২.৬ ধারা ভঙ্গ করেন হৃদয়। এজন্য তার লেভেল-১ অপরাধে ১ ডিমেরিট পয়েন্ট ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। আগের সাতের সঙ্গে এক পয়েন্ট যুক্ত হওয়ায় তার নামের পাশে আট ডিমেরিট।

এজন্য তিনি চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এরই মধ্যে তিনি এক ম্যাচের শাস্তি ভোগ করেছেন। তবে ঢাকা লিগে ফাইনালে পরিণত হয়ে যাওয়া আবাহনী ও মোহামেডানের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না। এছাড়া আগামী মৌসুমেও লিগের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না।

খেলার আইন জানা নিয়ে ইফতেখার বলেন, ‘আমাদের সব খেলোয়াড়ের উচিত এখন থেকে পরবর্তী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ম্যাচের আইন পড়ে নেওয়া। খেলার আইন আগেই দেওয়া হয়। তাই ৯০ ভাগ ম্যাচ হয়ে যাওয়ার পর ক্রিকেটারদের আইন জানতে চাওয়াটা ঠিক নয়।’

তামিম ইকবাল অসুস্থ হওয়ার পর মোহামেডানের নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এবার তাকেও পাবে না চ্যাম্পিয়নপ্রত্যাশী মোহামেডান।

আইসিসি তাওহিদ হৃদয় বিসিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম