Logo
Logo
×

খেলা

এল ক্লাসিকোর আগে জোড়া দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩১ এএম

এল ক্লাসিকোর আগে জোড়া দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

সবশেষ গেমউইকটা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দুই দলের জন্যই কঠিন ছিল। লা লিগা অনুসরণ করে থাকলে আপনি জানেন দুই দলের সবশেষ দুই প্রতিপক্ষ হেতাফে আর মায়োর্কা, দুটো দলই খেলে লো ব্লকে, যাদের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় সবারই। সেই দলদুটোর বিপক্ষে রিয়াল আর বার্সা জয় তুলে নিয়েছে, কষ্টেসৃষ্টে হলেও। আগের রাতে বার্সা আর গত রাতে রিয়াল পেয়েছে এই স্বস্তির জয়।

তবে আর্দা গুলেরের একমাত্র গোলে জেতা এই ম্যাচের পরও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। কারণ দলটা যে এই ম্যাচে পেয়েছে জোড়া দুঃসংবাদ! রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ডার দাভিদ আলাবা আর এদুয়ার্দো কামাভিঙ্গাকে হারানোর শঙ্কায় পড়ে গেছে গত রাতে।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই আশা ছেড়ে দিয়েছেন। তার কথা, ‘আমরা কাল দেখব মেডিক্যাল টেস্টগুলো কী বলে। তবে দুজনই পায়ের পেশিতে চোট পেয়েছে। শনিবারের ফাইনালে খেলবে, এমন সম্ভাবনা খুবই কম তাদের।’

ফেরলান্দ মেন্দি আগেই নেই। এবার আলাবা আর কামাভিঙ্গাও না থাকার শঙ্কায়। যার ফলে লেফটব্যাক পজিশনে ফ্রান গার্সিয়াকে খেলাতে হতে পারে রিয়ালকে, যার কাজ হবে ১৭ বছর বয়সী লামিন ইয়ামালকে সামলানো, যিনি আবার আছেন দারুণ ছন্দে। আলাবা কামাভিঙ্গার কেউই না খেলতে পারলে রোববারের এল ক্লাসিকোয় কাজটা কঠিনই হবে রিয়ালের।

বার্সেলোনা চলতি মৌসুমে আছে বেশ ভালো ফর্মে। তৃতীয় ট্রেবলের সম্ভাবনা তাদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগামী সপ্তাহে তারা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। তার ঠিক আগেই কোপা দেল রের ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে তারা। ৭৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেও আছে দলটা। লিগের বাকি আর ৫ ম্যাচ, ঠিক এই সময়ে দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে বার্সা।

চলতি মৌসুমে রিয়ালকে ইতোমধ্যেই দু’বার হারিয়েছে কাতালানরা। লিগের ক্লাসিকোয় সান্তিয়াগো বার্নাবিউতে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে, এরপর সুপারকোপা দে এস্পানার ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল কোচ হানসি ফ্লিকের দল।

আরও একটা ফাইনালে যখন রিয়াল আর বার্সেলোনা মুখোমুখি, তখন রিয়াল কোচ আনচেলত্তি নির্দ্বিধায় ফেভারিট মেনে নিলেন প্রতিপক্ষকে। সঙ্গে অবশ্য নিজেদের সুযোগটাকেও খাটো করে দেখতে চাইলেন না তিনি। রিয়াল কোচ বলেন, ‘তারা ফেভারিট হতেই পারে। তবে ফাইনাল কিন্তু ফাইনালই। এখানে যে কোনো কিছুই হতে পারে।’

সেদিন কী করতে হবে, তাও জানিয়ে দিলেন দলকে। আনচেলত্তির কথা, ‘আমাদের ভালোভাবে রক্ষণকাজটা সামলাতে হবে। তবে আক্রমণে আমরা সুযোগ পাবই। আজকের জয়টা বেশ ভালোভাবে চাঙ্গা করে তুলবে আমাদের। প্রথমার্ধটা ভালোই ছিল, তবে শেষের দিকে কাজটা কঠিন হয়ে পড়েছিল। দিনশেষে আমরা জিতেছি, সেটাই বড় বিষয়।’

রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এল ক্লাসিকো কোপা দেল রে লা লিগা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম