পাঁচ উইকেট পেয়ে অনার্স বোর্ডের দাবি তুললেন মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
মেহেদী হাসান মিরাজ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান সফরে দলটির বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তখন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম উঠেছিল তার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে ১১ বারের মতো পেয়েছেন ৫ উইকেট। নিজের এই অর্জনের পর বাংলাদেশের স্টেডিয়ামগুলোতেও অর্নাস বোর্ড রাখার দাবি জানান এই অলরাউন্ডার।
দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে এসে মিরাজ বললেন, ‘একটা জিনিস দেখেন, প্রত্যেকটা মানুষের অর্জন কিন্তু ভালো লাগার একটা বিষয়। অর্জন কিন্তু... একদিনে আসে না। কষ্ট করতে হয়, তারপর অর্জনটা আসে। যেটা বললেন যে... রাওয়ালপিন্ডিতে ওখানে… ৫ উইকেট পেয়েছিলাম। আর… নাম দেখেছি, ভালো লেগেছে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে... আমার কাছে যেটা মনে হয় যে এই ঐতিহ্য চালু করা উচিত। আর যারা এখন বর্তমানে আছেন, আশা করি তারা এটা নিয়ে চিন্তা করবেন।’’
এদিকে মিরাজের দারুণ বোলিংয়ে লিড পেলেও তা ফুলিয়ে-ফাঁপিয়ে তুলতে পারেননি জিম্বাবুয়ে। এদিন ৫২ রান খরচায় ৫ উইকেট ঝুলিতে পোরেন এই অফ স্পিনার। নিজের পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে। দিনশেষে... যেহেতু... হোমে খেলা, আর… প্রত্যাশা আমার নিজের কাছেও অতটা উঁচু ছিল না। চেষ্টা ছিল ঠিক জায়গায় বল করা ও টিমকে ভালো সাপোর্ট করা। আর... ৫ উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একই সময়ে ভাগ্য ভালো হওয়া লাগবে।’
নিজের অলরাউন্ডার পারফরম্যান্স সম্পর্কে মিরাজ বলেছেন, ‘যেহেতু আমার কাছে দুটো অপশন আছে, সেজন্য দুটো দিকেই কাজ করা খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখেন দুই তিন বছর ধরে ব্যাটিংয়ে একটা ভালো ফোকাস দিয়েছি। যেহেতু আমি... শেষ তিন বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে। কিছু জায়গায় উন্নতি করেছি, আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। সুতরাং দুটোতে ভারসাম্য করেই চলতে হবে। অনেক সময় শতভাগ হবে না, কিন্তু আমার কাছে মনে হয় দুটা যদি একইসঙ্গে এগিয়ে রাখতে পারি তাহলে আমার জন্য ভালো হবে। টিমের জন্যও অনেক ভালো হবে।’
প্রসঙ্গত, ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামা বাংলাদেশ দিন শেষে সংগ্রহ করেছে ১ উইকেটে ৫৭ রান। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
