Logo
Logo
×

খেলা

অবশেষে স্বস্তি এনে দিলেন নাহিদ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:২৭ এএম

অবশেষে স্বস্তি এনে দিলেন নাহিদ

ছবি: সংগৃহীত

চোখ রাঙাচ্ছিল জিম্বাবুয়ের ওপেনিং জুটি। বাংলাদেশের গলার কাঁটা হয়ে যাচ্ছিলেন ব্রায়ান বেনেটে ও বেন কারান। দারুণ জুটিতে এগোচ্ছিলেন দুজন। গতকাল উইকেট ধরে রেখেছিলেন। আজ অবশ্য বেশিদূর এগোতে পারেননি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে সেই জুটি ২ রান জমা করার পরই স্বস্তি আনেন নাহিদ রানা।

লাক্কাতুরার চা বাগান ঘেরা স্টেডিয়ামে এখন পর্যন্ত ৭৩ রান তুলেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও তারা ১১৮ রান পিছিয়ে। বেনেট ৪৪ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন নিক উইলস। সকালে তোপ দেগে কারানকে মুমিনুল হকের ক্যাচ বানান নাহিদ। বাংলাদেশের এটাই এখন পর্যন্ত একমাত্র সাফল্য।

এরআগে, গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।

সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।

নাহিদ রানা বাংলাদেশ জিম্বাবুয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম