Logo
Logo
×

খেলা

করাচিকে উড়িয়ে পিএসএলে অপরাজিত রইল ইসলামাবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৯ এএম

করাচিকে উড়িয়ে পিএসএলে অপরাজিত রইল ইসলামাবাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ইসলামাবাদ ইউনাইটেড। এবার করাচি কিংসকে সাত উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো শাদাব খানের দল।

বোলিংয়ে নেমে করাচিকে শুরু থেকেই চেপে ধরে ইসলামাবাদ। ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন নাসিম শাহ। এরপর জেমস ভিন্সকে ফেরান জেসন হোল্ডার।

প্রথম পাঁচ ওভারে করাচির রান ছিল মাত্র ২৯। পাওয়ারপ্লের পর শাদাব খান ও ইমাদ ওয়াসিম বল হাতে নেন। এই দুই স্পিনার ৮ ওভারে ৩৪ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

করাচির ওপরের দিকের ব্যাটারদের কেউই রান করতে পারেননি। একমাত্র সাদ বেগ ১৭ বলে ২০ রান করেন। স্বীকৃত ব্যাটারদের ভেতর তিনিই একমাত্র ছিলেন যার স্ট্রাইক রেট ছিল তিন অঙ্কের।

শেষ দিকে আব্বাস আফ্রিদি এ বৃত্ত ভাঙেন। নাসিম শাহকে দুই ছক্কা মেরে ৯ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এতে করাচি কোনোমতে ১২৮ রানে পৌঁছে।

তবে এ রান ইসলামাবাদের বিপক্ষে যথেষ্ট ছিল না। সাহিবজাদা ফারহান ১৮ বলে ৩০ রানের এক ছোট ক্যামিও ইনিংস খেলে শুরুতেই রান রেটের চাপ কমিয়ে দেন। আজম খান তার সঙ্গে ওপেন করতে নেমে ধীরগতির ইনিংস খেলেন, কিন্তু লক্ষ্য ছোট হওয়ায় সমস্যা হয়নি।

হাসান আলি অবশ্য একই ওভারে ফারহান ও মুনরোকে ফিরিয়ে কিছুটা আশা দেখান করাচিকে। কিন্তু এরপর শাদাব খান ও আজম খান মিলে ৫২ বলে ৬৫ রানের জুটি গড়ে ম্যাচ বের করে নেন।

শেষ দিকে শাদাব ৪৭ রানে থাকাকালে আফ্রিদির বলে বোল্ড হন। তখন স্কোর সমান হয়ে গেছে। পরের বলেই জয় নিশ্চিত করে ইসলামাবাদ ইউনাইটেড। এই জয়ে চলতি পিএসএলে এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয় পেল ইসলামাবাদ। 

ম্যাচসেরা হন শাদাব খান। তিনি বল ও ব্যাট হাতে নায়ক ছিলেন দলের। চার ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

পিএসএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম