৩০ দিনে ৯ ম্যাচ, সূচি নিয়ে রেগে আগুন বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে বার্সেলোনার ঠাসা সূচিই যাচ্ছে। আজ সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামছে কাতালানরা, এই ম্যাচ নিয়ে শেষ ২১ দিনে দলটা খেলবে তাদের ৮ নম্বর ম্যাচ। এখানেই শেষ নয়। আগামী ৩০ দিনে দলটার সামনে আছে আরও অন্তত ৯টি ম্যাচ। এমন ঠাসা সূচিতে নাভিশ্বাস উঠে যাচ্ছে দলটার। বিশেষত যখন ম্যাচের সময় নিয়েও বার্সাকে সাহায্য করছে না লা লিগা, তখন। এবার বিষয়টা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এমন ঠাসা সূচি খেলোয়াড়দের কোনো ধরনের সুরক্ষা দেয় না। তিনি লা লিগা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে চান এই অব্যবস্থাপনা নিয়ে। ফ্লিক বলেন, ‘আমি সেই লোকটাকে দেখতে চাই, যে এই সূচির দায়িত্বে আছেন। আমার কাছে এটা একটা প্রহসন।’
লা লিগায় বার্সেলোনা ও রিয়াল ভায়াদোলিদের মধ্যকার ম্যাচটি আগামী ৩ মে শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে। শুরুতে ম্যাচটি পরদিন অর্থাৎ ৪ মে রবিবার বিকেলে নির্ধারিত ছিল। কোচ হানসি ফ্লিক এই ম্যাচটা চেয়েছিলেন সন্ধ্যা ৬টায়। তা হলে ম্যাচ শেষ করে বার্সেলোনায় ফিরে বিশ্রামের কিছুটা বাড়তি সময় পাওয়া যেত। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ ম্যাচটার সূচি রেখেছে রাত ৯টায়।
বিষয়টা নিয়ে ক্ষুব্ধ হয়ে ফ্লিক বলেন, ‘আমরা অনেক দেরি করে ফিরতে হবে তখন। খেলোয়াড়রা সম্ভবত ঘুমাতেই যাবে সকাল ৪ বা ৫টায়। আমি কোনো অযুহাত দিতে চাই না। কিন্তু এমনটাই হয় এখানে। আমি এমন কিছু অন্য কোথাও কখনও দেখিনি। সব লিগই তাদের ক্লাব যখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলে, তখন তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে এটা হয় না, এটা অবিশ্বাস্য।’
সময় পরিবর্তনের ফলে বার্সেলোনার হাতে ৬ মে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগের আগে বিশ্রামের জন্য সময় থাকছে মাত্র তিন দিন।
ফ্লিক বলেন, ‘এটা অবিশ্বাস্য। আমাদের কোনো বিশ্রামের সময়ই নেই... যারা এটা ঠিক করেছেন, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই, কারণ তাদের কোনো ধারণাই নেই এটা আসলে কেমন।’
বার্সেলোনা এই মৌসুমে তিনটি প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে আছে। ফলে সূচির চাপের সঙ্গে ফ্লিকের দলকে লড়তে হচ্ছে প্রতিনিয়ত। বায়ার্ন মিউনিখে সফল সময় কাটানোর পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে হতবাক ফ্লিক।
ফ্লিক এই কথা বলেন বার্সেলোনার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগের দিন। ঐ ম্যাচে জিতলে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে যাবে।
গত মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-১ গোলে হারলেও, প্রথম লেগে বড় ব্যবধানে জেতার ফলে মোট ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে ওঠে বার্সেলোনা। সেটিই ছিল ২০২৫ সালের তাদের প্রথম হার। এবার সামনে ইন্টার মিলানের সঙ্গে আরও বড় পরীক্ষা।
