
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম
পিএসএলে উড়ছেন রিশাদ, উড়ছে লাহোরও

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ এএম

আরও পড়ুন
পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ২২ বছর বয়সী এই বোলার উপভোগ করছেন পাকিস্তানে নিজের সময়টা। মঙ্গলবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং করে লাহোর ক্বালান্দার্সকে ৬৫ রানের জয় এনে দেন রিশাদ।
রিশাদ আগের ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে দারুণ খেলেছিলেন। এবার তিনি আরও ভালো বল করেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এটি ছিল ওই ম্যাচে লাহোরের সেরা বোলিং পারফরম্যান্স।
তিনি করাচির মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার একাই ভেঙে দেন। তুলে নেন শান মাসুদ (১৪ বলে ১৮), ইরফান খান (৭ বলে ৬) ও আব্বাস আফ্রিদির (৩ বলে ১) উইকেট।
ইনিংসের অষ্টম ওভারে নিজের প্রথম বলেই উইকেট নেন রিশাদ। ওই ওভারে এক রানে দুটি উইকেট তুলে নেন তিনি। পরের ওভারে আবারও উইকেট তুলে নেন এবং দেন মাত্র তিন রান। পরের দুই ওভারে যদিও তাকে ১১ ও ১২ রান করে হজম করতে হয়, তবে শুরুতে পাওয়া উইকেটগুলো ম্যাচের গতিপথ অনেকটাই ঠিক করে দেয়।
দুই ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে এখন পিএসএলের শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন রিশাদ। তার সঙ্গে আছেন আরেক লেগ স্পিনার আবরার আহমেদ।
এর আগে ব্যাটিংয়ে লাহোরের হয়ে ফখর জামান ও ড্যারিল মিচেলের হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে দলটি। ২০১ রানে থামে লাহোরের ইনিংস। ফখর ৪৭ বলে ৭৬ রান করেন, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও ছয়টি চার। আর মিচেল ৪১ বলে করেন ৭৫ রান, মারেন নয়টি চার ও দুটি ছক্কা। রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত করাচি অলআউট হয় ১৯.১ ওভারে ১৩৬ রানে।