
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম
রিয়ালের আজ অগ্নিপরীক্ষা, কামব্যাক হবে আরেকবার?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ এএম

এখনই ‘শেষ’ বলতে চান না এমবাপ্পে-ভিনিসিয়ুস— সংগৃহীত ছবি
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ডিএনএ নিয়ে অনেক কথা হয়। হার না মানা এবং হাল না ছাড়ার মানসিকতা তাদের মজ্জাগত। গত কয়েক বছরে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য আখ্যান রচনা করেছে স্পেন ও ইউরোপের সফলতম ক্লাবটি। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস তাদের রক্তে বহমান। সমৃদ্ধ ইতিহাস ও সেই বিশ্বাসের জোরেই আরেকটি প্রত্যাবর্তনের রূপকথা লিখে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে রিয়াল।
গত সপ্তাহে আর্সেনালের মাঠে শেষ আটের প্রথম লেগে তারা হেরেছে ৩-০ গোলে। সাধারণ হিসাব বলবে, সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে আর্সেনাল। তবে দলটি রিয়াল বলেই ‘শেষ’ বলার সুযোগ নেই। আজ বার্নাব্যুতে ফিরতি ম্যাচে নিজেদের সমর্থকদের দ্বাদশ খেলোয়াড় বানিয়ে প্রত্যার্বতনের আরেকটি জাদুকরী রাত উপহার দিতে চায় রিয়াল।
এমিরেটসে ডেকলান রাইসের জোড়া মিসাইলের কোনো জবাব দিতে পারেননি এমবাপ্পে, ভিনিসিয়ুস, বেলিংহামরা। বার্নাব্যুতে সেই খেদ মেটাতে সংকল্পবদ্ধ তারা। তিন গোলের ব্যবধান ঘুচিয়ে সেমিতে যেতে রিয়াল সমর্থকরা তাকিয়ে এমবাপ্পের দিকে।
দুই মাস আগে বার্নাব্যুতে আরেক ইংলিশ ক্লাব ম্যানসিটির বিপক্ষে প্লে-অফ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড।
এবারও আশাবাদী এমবাপ্পে, ‘পরিস্থিতি যেমনই হোক না কেন, বিশ্বাস হারাইনি আমরা। অবশ্যই আমরা সেমিতে যেতে পারি।’
আশায় বুক বেঁধেছেন সাবেক রিয়াল তারকা মার্সেলোও, ‘রিয়াল মাদ্রিদ হলো রিয়াল মাদ্রিদ। তাদের কখনোই বিবেচনার বাইরে রাখা যাবে না। তারা সব সময় ঘুরে দাঁড়ায়। এবারও আমার বিশ্বাস ঘূরে দাঁড়াবে রিয়াল।’