
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পিএম
বিশ্বকাপের টিকিট নিশ্চিতে বাংলাদেশকে যা করতে হবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম

আরও পড়ুন
নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা হচ্ছে পাকিস্তানে। প্রতিযোগিতায় ৬টি দল অংশ নিচ্ছে। ছয় দলের মধ্য থেকে দুটি দল ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে।
বাছাই পর্বে টানা তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ডের পর আজ স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পথেই রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল বাছাই পর্বে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে। বৃহস্পতিবার ওয়েষ্ট ইন্ডিজ আর শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের।
তবে দুই ম্যাচের একটিতে জয় না পেলেও কোনো কারণে একটি ম্যাচ যদি পরিত্যক্ত হয় তাহলে সেই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও বিশ্বকাপের মূলপর্বে চলে যাবে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
বাছাই পর্বে প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।
আজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।
এদিন অধিনায়ক নিগার সুলতানার ব্যাটিং তাণ্ডব আর শারমিন আক্তার ও ফারজানা হক পিংকিংর ফিফটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ২৭৬ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড। দলের হয়ে ৬১ বলে ৬৩ রান করেন প্রিয়নাজ চ্যাটার্জি। ৭৪ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন রাচেল স্লেটার। ৪২ রান করেন সারাহ ব্রাইস।
বাংলাদেশের ৩৪ রানের জয়ে নাহিদা আক্তার ১০ ওভারে ৪০ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন ৫৯ বলে অপরাজিত ৮৩ রান করা অধিনায়ক নিগার সুলতানা।