
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
কাঁধের চোটে আইপিএল শেষ হায়দরাবাদ তারকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পিএম

আরও পড়ুন
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের মৌসুমে দুটো ম্যাচ খেলেছেন অ্যাডাম জ্যাম্পা। সেই তিনি দুই ম্যাচেই ছিলেন বেশ খরুচে। এরপর চোটের কারণে এক পর্যায়ে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
এবার তিনি ছিটকে গেছেন স্কোয়াড থেকেই। তার কারণ কাঁধের পুরোনো চোট ফিরে এসেছে আবার। ফলে এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না তার।
হায়দরাবাদের প্রথম দুই ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন ইমপ্যাক্ট সাব হিসেবে। দুটো ম্যাচই ছিল বেশ হাই স্কোরিং। প্রথম ম্যাচে তিনি ১ উইকেট নিয়েছিলেন ৪৮ রান খরচায়, দ্বিতীয় ম্যাচে তিনি সমান উইকেট পেয়েছিলেন ৪৬ রান দিয়ে। দুই ম্যাচের একটি আবার ছিল রাজস্থানের বিপক্ষে সেই ম্যাচ, সেখানে দুই ইনিংস মিলে উঠেছিল ৫২৮ রান।
এই দুই ম্যাচ পরই কাঁধের চোটটা ফিরে আসে জ্যাম্পার। বোলিং হাতে পাওয়া এই চোট তাকে পরের চার ম্যাচে খেলতে পারেনি। এরপর এবার তিনি অস্ট্রেলিয়াতে ফিরেই গেছেন। সেখানে মেডিক্যাল পরামর্শ নিয়ে এগোবেন জ্যাম্পা।
২০২৩ বিশ্বকাপের আগে এই কাঁধে চোট পেয়েছিলেন অজি এই লেগ স্পিনার। সেবার নানা কাঠখড় পুড়িয়ে তিনি বিশ্বকাপে খেলেন। এরপর তিনি সে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও বনে যান। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রায় বড় অবদান রাখেন তিনিও। সে বিশ্বকাপের আগে পাওয়া চোটটাই ফিরে এসেছে এবার, ধারণা করা হচ্ছে এমনই।
আইপিএলে যখন এই চোটটা ফিরে এল, তখন জ্যাম্পা ছোট্ট একটা বিশ্রামের পর মাঠে ফিরবেন, এমনটাই মনে করা হচ্ছিল। তবে তার জায়গায় এখন নতুন এক ব্যাটার আর স্মরণকে দলে টেনে নিয়েছে হায়দরাবাদ। যার ফলে এবারের আইপিএল এখানেই শেষ হয়ে গেল জ্যাম্পার।
এর ফলে আগামী জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত আর খেলার সম্ভাবনা নেই জ্যাম্পার। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সে বিশ্বকাপের দলের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচিত হচ্ছেন জ্যাম্পা। সে বিশ্বকাপের আগে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া ১৯টি সিরিজ খেলবে।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন