
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
স্পিনার জাম্পার বদলে হার্ডহিটার ব্যাটার টানল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
নিলামে নাম লিখিয়েছিলেন, তবে ডাক পাননি। স্মরণ রবিচন্দ্রনের আইপিএল ভাগ্যে অবশেষে সিঁকে ছিড়ছে। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারকা স্পিনার অ্যাডাম জাম্পার বদলে প্যাট কামিন্স নিয়েছেন হার্ডহিটার ব্যাটার স্মরণকে।
এবারের আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছিলেন জাম্পা। অস্ট্রেলিয়ান তারকা স্পিনার অবশ্য ভুগেছিলেন। দুই ম্যাচে দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। সোমবার হায়দ্রবাদ জানিয়েছে, দেশে ফিরে যাচ্ছেন জাম্পা।
প্যাট কামিন্সের দল জানিয়েছে, চোট পেয়েছেন জাম্পা। তবে কিভাবে, কোথায় চোট পেয়েছেন তা জানানো হয়নি। ইতোমধ্যে দলে নতুন তারকাও নিয়ে নিয়েছে হায়দ্রবাদ। স্পেশালিস্ট স্পিনারের বদলে তারা ভিড়িয়েছেন আনকোরা একজনকে, যিনি মূলত ১৭০ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে ব্যাট হাঁকান।
স্বরণ অপেক্ষায় আছেন আইপিএল অভিষেকের। এখন পর্যন্ত কুড়ি কুড়ির ম্যাচ খেলেছেন ৬টি। ২১ বর্ষী তারকা ৩৪ গড়ে এনেছেন ১৭০ রান। আছে একটি ফিফটি। এবার বড় মঞ্চে লড়ার অপেক্ষায়।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রবিচন্দ্রনের সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ, ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে তার ১১০০-র বেশি রান রয়েছে। বাঁহাতি ব্যাটার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে। সানরাইজার্স হায়দরাবাদ ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে, অ্যাডাম জাম্পার পরিবর্ত হিসাবে।’
ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানো স্মরণ এবার বড় মঞ্চে অভিষেক স্মরণীয় করার অপেক্ষায়।