
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম
রিশাদ লাহোরের বড় সম্পদ, বললেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
-67fdfb237fe2e.jpg)
আরও পড়ুন
পাকিস্তান সুপার লিগে এবারই প্রথম খেলতে গিয়েছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচেই করেছেন বাজিমাত। দুর্দান্ত অভিষেকে সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। তাতে এখন সবার ভূয়সী প্রশংসাও পাচ্ছেন তিনি।
রোববার রাতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল অভিষেক হয় রিশাদের। প্রথম ম্যাচ খেলতে নেমেই জ্বলে উঠেছেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার।
রোববার রাতে তিনি লাহোরের হয়ে প্রথমে নেমেছিলেন ব্যাট হাতে। তখন অবশ্য খুব বেশি কিছু করতে পারেননি। ১ বলে করেছেন ১ রান।
তবে বোলিংয়ে করেছেন বাজিমাত। তিনি ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাও আবার কোয়েটার হয়ে সর্বোচ্চ রান করা রাইলি রুশোর উইকেট আছে তার মধ্যে। এরপর মোহাম্মদ আমির আর আবরার আহমেদের উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতেই লাহোর পেয়ে গেছে ৭৯ রানের বিশাল এক জয়।
প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন রিশাদ। কোয়েটাকে ২২০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় গুটিয়ে দেয় লাহোর।
রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন লাহোরের অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসা। ইনজুরির কারণে রিশাদের জন্য জায়গা করে দেওয়া ভিসে বলেন, ‘রশিদ খানের জায়গা নেওয়া কখনোই সহজ নয়। গত বছরও আমরা ওকে অনেক মিস করেছি। রিশাদ দারুণ বোলার এবং আমাদের জন্য একটি বড় সম্পদ। আশা করি, ও এভাবেই খেলতে থাকবে।’
ম্যাচ শেষে অধিনায়ক শাহীন আফ্রিদিও রিশাদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘আমরা আজ যখন রিশাদকে দলে নিয়েছি, তখন একজন এমন বোলার খুঁজছিলাম যে মিডল ওভারে উইকেট এনে দিতে পারে। ভিসে কিছুটা চোটে ভুগছিল, তাই রিশাদ ছিল উপযুক্ত বিকল্প। বিশেষ করে যখন আসিফ আফ্রিদি নতুন বলে দারুণ বোলিং করছিল।’
রিশাদদের পরবর্তী ম্যাচ আজ রাতেই। করাচি কিংসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে দলটা। রিশাদ প্রথম ম্যাচে যেমন পারফর্ম করেছেন, তাতে আজকের একাদশেও তার জায়গা করে নেওয়াটা খুব সম্ভব।