
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম
রোহিতকন্যার স্কুলের বেতন শুনলে চোখ কপালে উঠবে আপনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম
-67fb8d375bd84.jpg)
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রায় প্রতি ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অবদান রাখছেন রোহিত শর্মা। মাঠে বাবাকে সাপোর্ট করতে হামেশা দেখা মেলে মেয়ে সামাইরারও। কিন্তু আপনি জানেন কি— কোন স্কুলে লেখাপড়া করে সে? সেখানকার খরচ কত? যা শুনলে আপনার চোখ কপালে উঠবে!
রোহিতকন্যা সামাইরা মুম্বাইয়ের সুপরিচিত ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের (ডিএআইএস) ছাত্রী। এখানে লেখাপড়া করেন বলিউড তারকাদের সন্তানরাও। ২০০৩ সালে নীতা মুকেশ আম্বানি কর্তৃক প্রতিষ্ঠিত এই স্কুলটি ভারতের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।
কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই), কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) এবং ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট (আইবি)— এই তিনটি বোর্ডের আওতায় পড়ানো হয়ে থাকে।
সূত্র জানায়, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বেতন ফি কাঠামো কিন্ডারগার্টেনের জন্য ১৪ লাখ টাকা এবং মিডল স্কুলের জন্য ১৮-২০ লাখ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য আরও বেশি (বার্ষিক হিসাব)। এই স্কুলে সামাইরার সহপাঠী—অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য বচ্চন, শাহরুখ ও গৌরী খানের ছেলে আব্রাম খান এবং সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর ও জেহ আলি খান।
মেয়ে অন্তপ্রাণ রোহিত। হামেশাই ম্যাচশেষে বাবার কোলে চেপে মাঠে ঘুরতে দেখা যায় সাত বছরের সামাইরাকে। এখন অবশ্য বড় দিদি সে। গত বছর ভাই এসেছে পরিবারে। সামাইরার খেলার নতুন সঙ্গী।
তবে ৫ মাসের ছেলে আহানকে সব লাইমলাইট থেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত ও ঋতিকা। ছেলের মুখ এখনো প্রকাশ্যে আনেননি রোহিত। যদিও মাঠে মায়ের কোলে চেপে তার বাবার খেলা দেখার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে ঋতিকা সাজদেহকে বিয়ে করেন রোহিত। তাদের দুই সন্তান— সামাইরা, যার জন্ম ২০১৮ সালে এবং আহান, যার জন্ম ২০২৪ সালের নভেম্বর মাসে।