
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম
আবারও রিশাদকে পেতে আগ্রহ দেখাল হোবার্ট

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম

আরও পড়ুন
রিশাদ হোসেন গেল এক বছরে যে লিগে, যে ফ্র্যাঞ্চাইজি তাকে পেতে চেয়েছে, শিরোপা জিতেছে সে দলটাই। বিগ ব্যাশ লিগে তাকে দলে ভিড়িয়েও খেলাতে পারেনি হোবার্ট হারিকেন্স, দলটা শিরোপা জিতেছে। এরপর বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের হয়ে, জিতেছেন শিরোপা।
হোবার্ট তাকে বিগ ব্যাশের জন্য চেয়েও পায়নি। এবার আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্যও তাকে চাইছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি বছরের জুলাইয়ের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে হোবার্ট। রিশাদকে চাওয়া তার প্রাথমিক ধাপেরই অংশ।
গেল বছর তাসমানিয়ান এই ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়ায়। বিবিএল ড্রাফট থেকে দল পাওয়া দ্বিতীয় ক্রিকেটার বনে যান রিশাদ। প্রথম জন ছিলেন সাকিব আল হাসান।
২১ বছর বয়সী এই লেগি অবশ্য শেষমেশ সে টুর্নামেন্টে খেলতে পারেননি। তখন চলছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সে কারণে তিনি এনওসিও পাননি।
হোবার্ট তাকে এবার জিএসএলের জন্যও চাইছে। ইতোমধ্যেই এ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে।
তবে রিশাদ সেখানে খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ জিএসএল যখন চলবে, তখন বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চলার কথা। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যখন বাংলাদেশ সেখানে যাবে, রিশাদও সে দলের বিবেচনায় থাকবেন ভালোভাবেই। ফলে এবারও হোবার্টের হয়ে খেলা হবে না তার।
এদিকে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশি দলগুলোর ভেতরে স্রেফ রংপুরই আমন্ত্রণ পেয়েছে। চ্যাম্পিয়ন হয়েও আমন্ত্রণ পায়নি বরিশাল।
গেল আসরে অবশ্য আমন্ত্রণ পেয়েও টুর্নামেন্টে খেলতে যায়নি দলটা। রংপুর রাইডার্স গিয়েই বাজিমাত করেছিল। সে রংপুরকেই আবার খেলার আমন্ত্রণ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।