
শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলে বড় জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটা ছিল একেবারেই একপেশে। আগে ব্যাট করে চেন্নাই তুলতে পারে মাত্র ১০৪ রান, ঘরের মাঠে যা তাদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর।
জয়ের পর কেকেআরের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক প্রশংসায় ভাসান তার ওপেনিং সঙ্গী সুনীল নারাইনকে। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ঝড় তোলেন নারাইন। মাত্র ১৮ বলে ৪৪ রান করেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ডি কক বললেন, ‘আমি মনে করি নারাইন আর চক্রবর্তী, এই দুইজনের সবচেয়ে বড় দিক হলো ওদের বৈচিত্র্য। ওরা দুজনেই মিস্ট্রি স্পিনার। ওদের বিপক্ষে শট খেলা কঠিন, কারণ আপনি জানেন না পরের বলটা কেমন হবে।’
নারাইনের ব্যাটিংয়ের প্রশংসা করে ডি কক বলেন, ‘সানি যখন ব্যাট করে, তখন ও এক্স-ফ্যাক্টর নিয়ে আসে। সব বোলার জানে ও শুরু থেকেই মারবে। সে শুরু থেকেই মারতে চায়। আমি প্রথম এক-দুইটা বল খেলে দেখি কী হচ্ছে, তারপর চেষ্টা করি ওকে স্ট্রাইক দিতে।’
নারাইনের পরিশ্রমের কথাও বলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। ডি কক বলেন, ‘ও সবসময় অনুশীলনে থাকে। এমনকি ঐচ্ছিক অনুশীলনেও অনুপস্থিত থাকে না। ও কঠোর পরিশ্রম করে, আর যখন সেটা কাজে দেয়, তখন আমরা দারুণ শুরু পাই।’
কলকাতা গেল বারের চ্যাম্পিয়ন। দলটির শিরোপাজয়ী তিন আসরের স্কোয়াডেই ছিলেন, এমন একমাত্র ক্রিকেটার হলেন সুনীল নারাইন। তার হাত ধরে শিরোপাটা নিশ্চয়ই এবারও চাইবে কলকাতা নাইট রাইডার্স!