
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৩০ এএম
এক ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পিএম

আরও পড়ুন
গত মৌসুমে আবাহনীতে খেলা তাওহিদ হৃদয় এবার তামিম ইকবালের অনুপস্থিতিতে মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক। ঢাকা লিগে নয় বছর পর কাল আবাহনীকে হারিয়েছে মোহামেডান।
জয়ের পর তাওহিদ বলেন, ‘চাপ সব সময়ই থাকে। ঢাকা লিগে ক্লাব কর্মকর্তাদের একটা ঐতিহ্য আছে। মর্যাদার একটা ব্যাপার আছে। মনে হয়, অনেক খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচেও এভাবে খেলেনি, আজ (শনিবার) যেভাবে খেলেছে তারা। উপভোগ করেছি। এরকম ম্যাচ যত খেলব, তত উন্নতি হবে।’
ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্ক হয় তাওহিদের। মোহাম্মদ মিঠুনকে আউট না দেওয়ায় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্ক করেন মোহামেডান অধিনায়ক। তাওহিদকে বিসিবি এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।
নিষিদ্ধ হওয়ার খবর জানার আগে তাওহিদ বলেন, ‘ম্যাচে অনেক সময় অনেক কিছু হয়। মানুষ মাত্রই ভুল করে। খেলোয়াড় হিসাবে আমিও করতে পারি। ভুল স্বীকার করে নেওয়া উচিত।’
তাওহিদ বলেন, ‘আবাহনীতে আমি গত বছর খেলেছি। শাইনপুকুরেও খেলেছি। পেশাদার খেলোয়াড় হিসাবে যে দলে থাকব, সেই দলের জন্য ভালো খেলতে হবে।’