
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম
রিভার্স সুইং ফেরাতে নিয়মে কাটছাঁটের পথে আইসিসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:১১ পিএম

আরও পড়ুন
ওয়ানডে ক্রিকেটে ব্যাট-বলের লড়াইতে ভারসাম্য ফেরাতে চায় আইসিসি। জিম্বাবুয়েতে চলমান আইসিসির সভায় এই নিয়ম নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী, এক ইনিংসে শুরুতে দুইটি নতুন বল ব্যবহার হলেও ২৫তম ওভার থেকে কেবল একটি বলেই খেলা চলবে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির ক্রিকেট কমিটি এই প্রস্তাব দিয়েছে। তারা চায়, ২৫ ওভার পার হওয়ার পর বোলিং দল দুইটি বলের মধ্যে একটি বেছে নেবে এবং বাকি ইনিংসে সেটাই ব্যবহার করা হবে।
এই পরিবর্তনের উদ্দেশ্য হলো, পুরনো হয়ে যাওয়া একটি বল দিয়ে আবার রিভার্স সুইং ফিরিয়ে আনা। বর্তমান নিয়ম অনুযায়ী দুই পাশ থেকে নতুন বল ব্যবহারের কারণে বল পুরনো হওয়ার সুযোগ পায় না। ফলে রিভার্স সুইং এখন আর দেখা যায় না। বিশেষ করে ইনিংসের শেষ দিকে রিভার্স সুইং ছিল বোলারদের বড় অস্ত্র।
এই নিয়মের সমালোচনা আগেও হয়েছে। কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার একবার বলেছিলেন, ‘এ নিয়ম ‘রেসিপি ফর ডিজাস্টার’। বলটা পুরনো হয়ে রিভার্স করার মতো সময় পায় না। আমরা বহুদিন ধরে রিভার্স সুইং দেখিনি, যা এক সময় ডেথ ওভারের অপরিহার্য অংশ ছিল।’ অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিও এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছিলেন। তিনিও মনে করেন, রিভার্স সুইং ক্রিকেট থেকে হারিয়ে যাচ্ছে।
আইসিসির ক্রিকেট কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলী। তার নেতৃত্বে কমিটি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছে। আগে সাদা বল অনেক সময় ৩৫তম ওভারের আগেই বিবর্ণ বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ত, তখন মাঝপথে বল বদল করতে হতো। প্রস্তাবিত নিয়মে একটি বল ৩৭-৩৮ ওভার পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে রিভার্স সুইংয়ের সম্ভাবনা আবার ফিরে আসবে।
ওয়ানডে ক্রিকেট ছাড়াও টেস্ট ক্রিকেটে ওভার ক্লক চালুর বিষয়েও আলোচনা চলছে। প্রতি ওভারের মধ্যে এক মিনিটের সময়সীমা ঠিক করতে চায় আইসিসি। এতে দিনে ৯০ ওভার শেষ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে এটি ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।