
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৮ এএম
রিশাদ খেলেননি, লাহোরও পারেনি জিততে

পিএসএল ২০২৫
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:২১ এএম

হোল্ডারের কাছেই হেরেছে রিশাদদের লাহোর— ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চার পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছিল লাহোর কালান্দার্স। স্পেশালিস্ট স্পিনার বলতে ছিলেন আসিফ আফ্রিদি। ২ ওভার হাত ঘুরিয়েছিলেন সিকেন্দার রাজা। বোলিংয়ে গুরুত্ব দেওয়া এই দলে সুযোগ মেলেনি রিশাদ হোসেনের। বেঞ্চে বসেই টাইগার স্পিন অলরাউন্ডার দেখেছেন দলের হার।
পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী দিনে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেরে ওঠেনি লাহোর। জেসন হোল্ডার-সাদাব খানের তোপের দিনে ১৩৯ রানে গুটিয়ে গেছে আফ্রিদিরা। পরে ইসলামাবাদকে আটকাতে পেরেছে ১৭.৪ ওভার পর্যন্ত। ২ উইকেট হারিয়েই সাদাব খানের দল জমা করে নিয়েছে ১৪৩ রান।
৮ উইকেটে জয় পাওয়ার পথ ইসলামাবাদকে পাকা করে দিয়েছিল বোলাররা। লাহোরের ব্যাটারদের নাকের জলে চোখের জলে বাধিয়ে দিয়েছিল পেস-স্পিন আক্রমণ। টস হেরে লাহোরের শুরুটাই হয় বাজে। ৫১ রানের মাঝে হারিয়ে বসে তিন উইকেট। এরপর সময় গড়াতেই প্রকট হয় ব্যর্থতার সারি।

লাহোরের হয়ে ৩৮ বলে ৬৬ রান করেছেন আবদুল্লাহ শফিক। বাকিদের সবাই মোটাদাগে ব্যর্থ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন সিকেন্দার রাজা।
রিশাদদের দলের বিপক্ষে সবচেয়ে বড় তোপ দেগেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার হোল্ডার। ২৬ রান খরচায় ইসলামাবাদের পেসার ফেরান চার ব্যাটারকে। তিনটি উইকেট নিয়েছেন ইসলামাবাদের অধিনায়ক সাদাব। ৪ ওভারে ২১ রানে একটি উইকেট নেন ইমাদ।
ইসলামাবাদ যেখানে স্পিন নির্ভর দল করেছিল, রাওয়ালপিন্ডির সেই মাঠেই পেসারদের নিয়ে নেমেছিল লাহোর। বুমেরাং হয়েছে পরিকল্পনা। আন্দ্রে গুইসের ৪ রান আর ওপেনার শিবজাদা ফারহানের ২৫ রানের পর আর ভুল করেনি ইসলামাবাদ। কলিন মুনরোর ৫৯ রান ও সালমান আগার ৪১ রানে সহজেই দল পেরিয়েছে লক্ষ্য।
আজ রাতে লিটনদের করাচি কিংসের বিপক্ষে রাত ৯টায় মুলতান সুলতানসের ম্যাচ। নাহিদ রানার পেশোয়ার জালমির বিপক্ষে বিকাল ৪.৩০ মিনিটে লড়বে কোয়েটা গ্লাডিয়েটরস। নাহিদ আপাতত দেশে আছেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পর তিনি পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন।