
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম
সিলেট জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে রাজিন-কাপালি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম

আরও পড়ুন
অবশেষে নতুন কমিটি পেয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। সদস্যদের ভেতরে উল্লেখযোগ্য হলেন– সাবেক ক্রিকেটার রাজিন সালেহ ও অলক কাপালি।
এছাড়াও এ তালিকায় আছেন সাফজয়ী সাবেক ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, সাবেক ফুটবলার ও সংগঠক নাজিমউদ্দিন সাহান। সাবেক সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল ও পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা আছেন এ তালিকায়।
হাসিনা সরকারের পতনের পর ২১ আগস্ট ভেঙে দেওয়া হয় দেশের সব সরকারি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি। ফলে স্থবিরতা বিরাজ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থায়।