
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম
জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে বাফুফের কর্মকর্তারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:১০ এএম

আরও পড়ুন
পাঁচ মাস পেরিয়ে গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গ্রাউন্ডস কমিটি গঠন করতে পারেনি। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম হোম ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে করার পরিকল্পনা রয়েছে বাফুফের।
বুধবার স্টেডিয়াম পরিদর্শন করে বাফুফে প্রতিনিধি দল। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে মাঠ ও স্টেডিয়াম বুঝে নেওয়ার পর পরিচর্যার কাজ শুরু করবে বাফুফে।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘গ্রাউন্ডস কমিটি করা হয়েছে। দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে। এই মাঠের জন্য তিনজনের বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।’
পরিদর্শনের সময় বাফুফে কর্মকর্তা, স্টাফদের সঙ্গে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা। দুপক্ষ মাঠ ও স্টেডিয়াম ঘুরে দেখেন।
প্রায় আধঘণ্টার বেশি সময় জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি দেখার পর সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ এই ভেন্যুতে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সর্বাত্মক সহায়তা করছে।’
জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের কাজ এখনো শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ এ মাসের মধ্যে কাজ শেষ করতে চায়। আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজনে ম্যাচ কমিশনার, রেফারিদের রুম আলাদা প্রয়োজন। এখনো তা হয়নি।