
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৩ এএম
এবার ডিপিএলে মাঠে অসুস্থ হলেন আম্পায়ার, নিতে হলো হাসপাতালে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম
-67f624f567610.jpg)
আরও পড়ুন
মাঠেই অসুস্থ হয়ে পড়ার বিষয়টা যেন পিছু ছাড়ছে না ঢাকা প্রিমিয়ার লিগের। সপ্তাহ দুয়েক আগে মাঠে হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের ম্যাচে অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল।
আজ বুধবার বিকেএসপিতে হওয়া ম্যাচের আগে এই ঘটনা ঘটে। টস করানোর পর সোহেল বিশ্রাম নিতে চাইলেও কিছুক্ষণ পর মাথা ঘোরার কথা জানান। এরপর ম্যাচ রেফারি দেবব্রত পাল তাকে বিকেএসপির মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্সে করে পাঠানোর সিদ্ধান্ত নেন।
তবে তামিমের মতো অবস্থা এতটা গুরুতরও ছিল না। বিকেএসপির চিকিৎসক ডা. সামির উল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিনি বলেছিলেন গতরাতে ভালো ঘুম হয়নি। সেটা থেকেই হয়তো শরীর দুর্বল হয়ে পড়েছে। তার রক্তচাপ স্বাভাবিক ছিল, তবে হার্টবিট একটু বেশি ছিল। এখন তিনি বিশ্রামে আছেন এবং প্রায় আধাঘণ্টা ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব ঠিক থাকলে শিগগিরই ছেড়ে দেয়া হবে।’
গাজী সোহেল ম্যাচে আর দায়িত্ব পালন করতে পারেননি। তার পরিবর্তে চতুর্থ আম্পায়ার শরাফউদ্দিন আহমেদ দায়িত্ব নেন। ম্যাচে বাকি সময় তিনি হাবিবুর রহমানের সঙ্গে দায়িত্ব পালন করেন।
এই ঘটনার কয়েকদিন আগেই একই ভেন্যুতে একটা ঘটনা দেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটকেই নাড়িয়ে দিয়েছিল। ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাকের কবলে পড়েন তামিম ইকবাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।