
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:১৩ এএম
রিয়ালকে চুপ করিয়ে বাকরুদ্ধ রাইস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ডেক্লান রাইসের এখন গলা ছেড়ে গান গাওয়ার সময়, ‘এত সুখ সইবো কেমন করে?’ অথচ তিনিই কিনা বাকরুদ্ধ। প্রবাদে আছে, অধিক শোকে পাথর। গতকাল রাতে আর্সেনালের ইংলিশ মিডফিল্ডার এমন কিছু করেছেন তাতে প্রতিপক্ষের চুপ হয়ে যাওয়ার কথা। ডেক্লান কি এমন করেছেন? তিনি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে চুপ করিয়ে দিয়েছেন। হারিয়েছেন, কার্লোস আনচেলত্তিদের বিদায়ের সুর বাজিয়ে দিয়েছেন।
এমিরেটস স্টেডিয়ামে ডেক্লান পায়ের জাদু দেখিয়েছেন। ৩৩৮টি পেশাদার ম্যাচ খেলা রক্ষণাত্মক মিডফিল্ডার আগে কখনো ফ্রি কিকে গোলের দেখা পাননি। বুধবার একবার নয়, দুবার বল পাঠিয়েছেন জালে। তাও কত দারুণ নৈপূণ্যে। ডেক্লানের আগে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ফ্রি কিকে দুটি গোল করার রেকর্ড আছে চারজনের—রিভালদো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার ও হাকিম জিয়েশের। তবে নক আউট পর্বে একমাত্র ডেক্লান। এত বড় ম্যাচে এত কিছু করে বসা ইংলিশম্যান একটু বেশিই খুশি। গতকাল ম্যাচ শেষে তাই বাড়তি উচ্ছ্বাস ঝড়েছে তার কণ্ঠে। একই সঙ্গে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও সতর্ক থাকার বার্তা ছুঁড়েছে।
গতকাল ৩ গোলে জিতেছে আর্সেনাল। দুটি এসেছে ডেক্লানের পা থেকে অপর গোলটি করেছেন মিকেল মেরিনো। ২০০৯ সালের পর তাতেই প্রথম লেগ শেষেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সুভাস পাচ্ছে গানার্সরা।
এমন দিনে নায়ক হতে পেরে যারপরনাই খুশি ডেক্লান, ‘এই স্মৃতি মুছবে না। এমন দুটা দারুণ গোল করতে হলে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। সত্যি বলতে, আমি বাকরুদ্ধ। রিয়ালকে হারানো দারুণ কিছু। আমার মনে হয় কয়েক বছর এই স্মৃতি আমাকে রোমাঞ্চিত করবে। মনে করিয়ে দিবে আমি রাতটায় দারুণ কিছু করেছিলাম।’
তবে এখনই আকাশে উড়তে চায় না আর্সেনাল। আরেকটি পর্ব ১৬ এপ্রিল বার্নাব্যুতে। রিয়ালের মাঠে খেলতে যাওয়ার আগে গানার্সদের কোচ মিকেল আর্তেতা নাকি শিষ্যদের সতর্ক করেছেন।
ডেক্লান বলেছেন, ‘কোচ আমাদের সাবধান করে দিয়েছেন। রিয়াল ফুটবলারদের মান নিয়ে সতর্ক করেছেন। সেই সাথে বার্নাব্যুতে যে বিশেষ কিছু ঘটে সেটাও মনে করিয়ে দিয়েছেন। তবে এটাও বলেছেন যে আমরা নিজেদের খেলাটা খেলবো। রক্ষণাত্মক মনোভাব নয়, আমরা আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলতে যাবো। আর আমরা সেমিফাইনালে যেতে চাই।’
শেষ চারে উঠতে রিয়ালকে কঠিন এক সমীকরণ টপকাতে হবে। বার্নাব্যুতে কার্লো আনচেলত্তির দলকে প্রথমত জিততে হবে। তাও কমপক্ষে ৪-০ ব্যবধানে। মোদ্দাকথা তিন গোল শোধ দিয়ে তারপর আর্সেনালকে বিদায় করতে হবে। সেমির পথে আর্সেনালের সমীকরণ সোজা—জিততে হবে, হারলেও ব্যবধান ২ গোলের রাখতে হবে। তাইলেই বিদায় নেবে চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল রিয়াল।