
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২৪ এএম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৩৭ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোটে ২১টি। আন্তর্জাতিক ক্রিকেটেও হয়নি অভিষেক। প্রিয়াংশ আরিয়ার আইপিএল ক্যারিয়ার গোনা যাবে আঙুলের কড়ে। এমন আনকোরা একজন ব্যাটার ধুপ করে নিজেকে বসিয়েছেন নায়কের মঞ্চে। চেন্নাই সুপার কিংসের বোলারদের চার-ছক্কায় উড়িয়ে গড়েছেন ইতিহাস। গল্পের শুরু কিন্তু এখানে নয়!
আইপিএল নিলামে আরিয়াকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। অভিজ্ঞতায় খামতি থাকা একজনকে নিয়ে টানাটানি প্রমাণ করে, ওই খেলোয়াড়ের নিশ্চয় প্রতিভা আছে। আরিয়াও প্রতিভার প্রমাণ অভিষেকের ম্যাচেই দেন। আইপিএল ক্যারিয়ার শুরুর দিনে ২৩ বলে চালান ৪৭ রানের তাণ্ডব। এরপর দুই ম্যাচে মিয়ম্রাণ। যখন সবাই ফ্লুক ভেবে বসছিল, তখন আরেক আরিয়া ঝড়। এবার এমন ঝড় যা আগে কখনও আইপিএল দেখেনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের মাঝে আরিয়ার সেঞ্চুরি এখন দ্রুততম।
২৪ বর্ষী আরিয়াকে ৩০ লক্ষের ভিত্তিমূল্য থেকে বাড়িয়ে ৩ কোটি ৮০ লক্ষ টাকার কেনে পাঞ্চাব কিংস। কেন এত খরচা, তখন থেকেই প্রশ্ন—এই প্রিয়াংশ আরিয়া আসলে কে।
আরিয়া খেলতেন দিল্লির ঘরোয়া ক্রিকেটে। সেখানেই কাড়েন নজর। গত বছর আগস্টে কোটলায় নর্থ দিল্লির মনন ভরদ্বাজের এক ওভারের ৬টি বলে ছয় ছক্কা হাঁকান আরিয়া। শুধু সেই ম্যাচেই নয়, বরং টুর্নামেন্ট জুড়ে ছক্কার ফুলঝুরি ফোটান। দিল্লি প্রিমিয়ার লিগে ৪৩টি ছক্কায় ৬০৮ রান সংগ্রহ করেন। এরপরই শুরু হয় তাকে নিয়ে কাড়াকাড়ি।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫টি চার ও ৪টি ছক্কার মাত্র ১৯ বলে অর্ধ শতক হাঁকান আরিয়া। এরপর ৭ চার ও ৯ ছক্কার ৩৯ বলে পেরোন শতরানের গণ্ডি। আইপিএলের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে চার নম্বরে আরিয়া।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সব থেকে কম বলে শতরান করা ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে তিনি। শেষমেশ ৪২ বলে ১০৩ রান করে আউট হন আরিয়া। এটাই তার ছোট্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। লিস্ট এ ক্রিকেটে ৭টি ম্যাচ খেলে ৭৭ রান করেছেন আরিয়া। টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে ৩৪.৮০ গড়ে করেন ৭৩১ রান। আরিয়ার ঝুলিতে আছে দুটি সেঞ্চুরি, সঙ্গে তিনটি ফিফটি।
আরিয়ার তাণ্ডব দেখে রবিচন্দ্রন অশ্বিন আগেই মুগ্ধতা প্রকাশ করেছিলেন। গতকাল ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কী দুর্দান্ত ব্যাটিং! চোখের শান্তি।’ কেউ কেউ আরিয়ার মাঝে দেখছেন ভারতের ভবিষৎ।