
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম
২৩৪ রান করেও হারল কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করে ২৩৮ রানের পাহাড় গড়েছিল। ঘরের মাঠে ২৩৯ রান করে জেতার চ্যালেঞ্জ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পাহাড়সম লক্ষ্য পেয়েও শেষ বল পর্যন্ত লড়াই করেছে স্বাগতিকরা। তবে ভাগ্য সহায় হয়নি। ২০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানে থামতে হয়েছে তাদের।
৪ রানের এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে কলকাতা।
কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে লক্ষ্ণৌকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। কলকাতার বোলারদের নাকানি-চুবানি খাইয়ে উদ্বোধনী জুটিতেই ৯৯ রান তুলে ফেলেন এইডেন মার্করাম ও মিচেল মার্শ। ১০.২ ওভারে ২৮ বলে ৪৭ রান করে মার্করাম বোল্ড হলে ভাঙে সে জুটি।
তবে দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে আক্রমণের ধার আরো বাড়ান মার্শ। তাদের জুটি থেকে লক্ষ্ণৌ পেয়েছে ৩০ বলে ৭১ রান। ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮১ রান করা মার্শকে থামান আন্দ্রে রাসেল।
লক্ষ্ণৌয়ের পক্ষে দলীয় সর্বোচ্চ ৩৬ বলে ৮৭ রান আসে পুরানের ব্যাটে। তার বিধ্বংসী ইনিংসে ছিল ৭ চার ও ৮টি ছক্কার মার। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ২০ ওভার স্রেফ ৩ উইকেট খুইয়ে ২৩৮ রান স্কোরবোর্ডে জমা করে লক্ষ্ণৌ।
২৩৯ রান তাড়া করতে নামা কলকাতার পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৩৫ বলে ৮ চার ও ২ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। ৪৫ রান আসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে।
শেষদিকে রিঙ্কু সিংয়ের ১৫ বলে খেলা ৩৮ রানের অপরাজিত ক্যামিওতে জয়ের হাতছোঁয়া দূরত্বে পৌঁছে বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ লাইন আর ছোঁয়া হয়নি।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন