
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পিএম
কিংসকে উড়িয়ে ফাইনালে ১০ জনের আবাহনী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ালিফায়ারে বড় চমক দিয়েছে আবাহনী। শক্তিশালী কিংসকে মাটিতে নামিয়েছে ১০ জনের দল নিয়ে। নির্ধারিত এবং অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কিংসকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আকাশি-নীলরা।
অন্যদিকে হেরে যাওয়া কিংসের এখনো ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে সে পর্যন্ত পৌঁছাতে তাদের তৃতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে রহমতগঞ্জকে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে আবাহনীর আসাদুজ্জামান বাবলুকে। ফলে ম্যাচের নির্ধারিত সময়ের বাকিটা এবং অতিরিক্ত সময়েও একজন কম নিয়েই খেলতে হয় তাদের। ১০ জনের দলে পরিণত হওয়া আবাহনীর জালে ৫৭ মিনিটে প্রথম বল পাঠায় কিংস। জোনাথনের লম্বা শটে পা লাগিয়ে আবাহনীর জালে বল পাঠান মজিবুর রহমান জনি।
তবে একজন কম নিয়েও কিংসকে সেয়ানে-সেয়ান টক্কর দেওয়া আবাহনী সমতাসূচক গোল খুঁজে পায় ৮৪ মিনিটে। আরমান ফয়সাল আকাশের সে গোলে লাইফলাইন পায় দলটি।
বাকি সময় গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েই ম্যাচ বের করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল আবাহনী। ১১৮ মিনিটে মোহাম্মদ হৃদয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে টাইব্রেকারেই নির্ধারণ হয় প্রথম কোয়ালিফায়ার্সের ভাগ্য।
টাইব্রেকারে গড়াচ্ছে ম্যাচ-আঁচ করতে পেরেই গোল পোস্টে পরিবর্তন এনেছিলেন কিংসের কোচ তিতা। শ্রাবণের জায়গায় অভিজ্ঞ আনিসুর রহমান জিকোকে দায়িত্ব নেন। কেন তাকে কোচ নামিয়েছিলেন, তার প্রমাণ দেন জাফর ইকবালের নেওয়া প্রথম শট ঠেকিয়ে।
রাফেল, এমেকা, সবুজ গোল করে টাইব্রেকারে আবাহনীর সম্ভাবনা টিকিয়ে রাখেন। কিংসের তৃতীয় শট নিয়েছিলেন রাহুল। তার শট ঠেখিয়ে আবাহনীকে দারুণভাবে ফিরিয়ে আনেন মিতুল মারমা।
ব্রাজিলিয়ান ডেসিয়েলের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে গেলে জয়ের জন্য পরের শটে গোল প্রয়োজন ছিল আবাহনীর। ইব্রাহিম কোনো ভুল করেননি। কিংসের জাল কাঁপিয়ে আবাহনী শিবিরে উৎসব ফেরান এই উইঙ্গার।
এদিকে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় রহমতগঞ্জ।