
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম
মেসির ক্লাবে আশ্রয় খুঁজবেন ডি ব্রুইনা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ইউরোপীয় ফুটবলের চলতি মৌসুমের পর্দা নামতেই ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক শেষ হবে কেভিন ডি ব্রুইনার। এই মৌসুম দিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। নতুন করে আর সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন না করার কথা নিজেই জানিয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার।
সিটি ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ডি ব্রুইনার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যেসব ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়ে যাচ্ছে, তাদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম ইন্টার মায়ামির। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে এখন যুক্তরাষ্ট্রের এই ক্লাবেই খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মের মধ্যে ‘ডিসকভারি রাইটস’ বলে একটি বিষয় আছে। এই নিয়ম অনুসারে কোনো ক্লাব দলে নিতে চায় এমন সর্বোচ্চ পাঁচজনের একটি তালিকা করতে পারে। এ তালিকায় থাকাদের সঙ্গে সবার আগে ওই ক্লাবই যোগাযোগ করতে পারে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইন্টার মায়ামির ‘ডিসকভারি রাইটস’ তালিকায় আছেন ডি ব্রুইনা।
এর আগে গত গ্রীষ্মে ডি ব্রুইনাকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল আরেক এমএলএস ক্লাব সান ডিয়েগো। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যতম সেরা এই প্লেমেকারের আশা ছেড়ে দেয় তারা।
তবে এবার ইন্টার মায়ামি ডি ব্রুইনাকে দলে ভেড়ানোর জন্য ভালোভাবেই চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। আর শেষ পর্যন্ত এই বেলজিয়ান মিডফিল্ডার যদি মায়ামিতে নাম লিখিয়েই বসেন, তাহলে মেসি-ডি ব্রুইনাকে একইসঙ্গে খেলতে দেখার সুযোগ মিলবে ফুটবলপ্রেমীদের।