
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৫৩ এএম
উন্নত চিকিৎসার জন্য বিদেশে উড়াল দিলেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
আশঙ্কা কেটে গেছে। ঈদের আগে সুস্থ হয়ে বাসায়ও ফিরেছিলেন। তবে হৃদরোগের উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে বিদেশে পাড়ি জমিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক করেন মোহামেডান অধিনায়ক তামিম। তাকে তৎক্ষণাৎ সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক। তাৎক্ষণিকভাবে সেই ব্লক করা রক্তনালীতে স্টেন্ট পরানো হয়।
পরে ২৮ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হলো।
যদিও সেখানে তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।