
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন সালাউদ্দিন?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

আরও পড়ুন
২০২৭ বিশ্বকাপের এখনো আড়াই বছর বাকি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে সে বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছে। দলের কোচিং স্টাফ ঠিক করছে আফ্রিকায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপকে মাথায় নিয়েই।
বিশ্বকাপকে ভাবনায় রেখে দলের কোচিং স্টাফ পুনর্গঠন করায় হাত দিয়েছে বিসিবি। প্রধান কোচ হিসেবে সম্প্রতি ফিল সিমন্সের মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্দ্রে অ্যাডামসের জায়গায় নতুন বোলিং কোচ আনারও আলাপ চলছে। সে আলোচনায় আছে সাবেক কোচ অ্যালান ডোনাল্ড, ওটিস গিবসনদের নাম, আছে তরুণ কোচ শন টেইট আর উমর গুলদের নামও।
সহকারী কোচের পদটাও আপাতত ফাঁকাই পড়ে আছে। এ পদে গেল মাস পর্যন্ত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। গেল বছরের নভেম্বরে তিনি নিয়োগ পেয়েছিলেন। তার মেয়াদ ছিল গেল ১৫ মার্চ পর্যন্ত। তার পর থেকে এ জায়গাটা ফাঁকা আছে।
বোর্ড সূত্র ধরে ক্রিকবাজ বলছে, সে জায়গায় আবার সালাউদ্দিনই ফিরবেন। তাকে পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন অপেক্ষা স্রেফ বোর্ড সভায় অনুমোদনের। এক বোর্ড কর্মকর্তা জানান, ‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে মৌখিক সমঝোতা হয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণা বোর্ড সভার পরই দেওয়া হবে।’
সালাউদ্দিন এর আগে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ। বিসিবির একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন ২০১০-২০১১ সালে। ২০১৪ সালে সিঙ্গাপুর দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।