
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম
ব্রাজিল ফুটবলে অদ্ভুত নিয়ম, নেইমারের প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
বহুদূর গড়িয়েছে জল। এ বছরের মার্চে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মোকাবেলা করে নেদারল্যান্ডসের ক্লাব করিন্থিয়ান্স। ২৮ মার্চের ওই ম্যাচে ডাচ খেলোয়াড় মেম্ফিস ডিপাই ফ্রি কিক নেওয়ার সময় বলের ওপর দুপা তুলে দাঁড়ায়। এরপর কত কাণ্ড! সেই ঘটনার জেরে ধাক্কাধাক্কিও হয়। ফুটবলে এটা সাধারণ ঘটনা, তবে সেটির রেশ ধরে রীতিমত নিয়ম জারি করে বসেছে ব্রাজিল।
দেশটির ফুটবল ফেডারেশন সিবিএফ জানিয়েছে, এখন থেকে ফুটবলের ওপর দাঁড়ালে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখবে ওই ফুটবলার। একই সঙ্গে প্রতিপক্ষ একটি ফ্রি কিকও পেয়ে যাবে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনের মতে, ফুটবলারদের বলের ওপর ওঠাটি অসম্মানজনক। সেজন্য এখন থেকে ব্রাজিলের যেকোনো ঘরোয়া ফুটবলে এই নিয়ম তারা চালু করেছে।
এক বিবৃতিতে সিবিএফ লিখেছে, খেলোয়াড়দের ঝুঁকি এবং ইনজুরির কথা বিবেচনায়, খেলার অসম্মান রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ব্রাজিলের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন নেইমার। একই সঙ্গে ব্রাজিল ফেডারেশনকে মাথা খাটিয়ে কাজ করতে বলেছেন ডিপাই।
ডাচ তারকা বলেছেন, ‘আমি খোলাশা করে দিচ্ছি, ব্রাজিলে ফুটবল খেলা হয়—তবে ফুটবল কিন্তু শুধু পা দিয়ে নয়, মাথা দিয়েও খেলতে হয়। তাদের আরও ভালো কাজ করা উচিত।’
বলের ওপর দাঁড়ালেই কার্ড—এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক ও সান্তোসে খেলা তারকা নেইমার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ফুটবল দিন দিন বোরিং একটা খেলা হয়ে যাচ্ছে।’The CBF have announced that standing on the ball will now result in a goal kick for the opposing team & a yellow card for the player doing it.
— Ginga Bonito 🇧🇷 (@GingaBonitoHub) April 6, 2025
📰 | @geglobo (🌕) pic.twitter.com/rfd8T0o8kQ
ফুটবলের ওপর দাঁড়ানো এই উদযাপন করেন প্যাট্রিক মাসওয়াঙ্গানি। তিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের মিডফিল্ডার। প্যাট্রিক যদি কখনও ব্রাজিলে খেলতে আসেন, তাকেও এই সিদ্ধান্ত মানতে হবে। নয়তো শুনতে হবে শাস্তি।