
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম
টানা ৪ হারে আইপিএলের তলানিতে গেল বারের ‘ত্রাস’ হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪০ এএম

আরও পড়ুন
গেল আইপিএলের ফাইনাল খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পুরো টুর্নামেন্টে খুনে ব্যাটিংয়ের প্রদর্শনী ঘটিয়ে তারা মন জয় করে নিয়েছিল সবার। কিন্তু এবার তারা টেবিলের একদম নিচে। ২০২৪ সালের সেই দুর্দান্ত ফর্ম যেন এখন শুধুই স্মৃতি। এবার তারা হারল টানা চতুর্থ ম্যাচে। গুজরাট টাইটান্সের কাছে সাত উইকেটে হারল প্যাট কামিন্সের দল।
ধীরগতির উইকেটে শুরু থেকেই ব্যাটিং করতে কষ্ট হয়েছে হায়দরাবাদের। শুরুতেই আউট হয়ে যান ট্রাভিস হেড। পাঁচ ওভারের মাথায় ফেরেন অভিষেক শর্মা। পাওয়ার প্লেতে স্কোর দাঁড়ায় ৪৫ রানে ২ উইকেট। এটা ২০২৪ সালের পর তাদের দ্বিতীয় সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর।
মাঝের ওভারে কিছুটা হাল ধরেছিলেন নিতীশ কুমার রেড্ডি ও হাইনরিখ ক্লাসেন। তবে রান তোলার গতি ছিল খুব ধীর। রশিদ খানকে কয়েকটা চার মারলেও শেষমেশ ক্লাসেনকে ফেরান সাই কিশোর। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক প্যাট কামিন্স। ৯ বলে ২২ রান করে দলকে ১৫২ রানে পৌঁছে দেন। শেষ ওভারে ইশান্তের এক ওভার থেকে আসে ১৭ রান।
তবে এ রান যথেষ্ট ছিল না। শুরুতেই সাই সুদর্শন ও জস বাটলারকে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কামিন্স ও শামি। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেন ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিল। সুন্দর নামেন চার নম্বরে। শুরুতে সিমারজিতকে এক ওভারে মেরে নেন দুই চার ও দুই ছয়। মাঝের ওভারে এই জুটি গড়ে ৯০ রানের জুটি।
ওয়াশিংটনের ইনিংস থামে একটি বিতর্কিত কলে। ডিপ পয়েন্টে ডাইভ দিয়ে ক্যাচ ধরেছিলেন অনিকেত। থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন। এরপর বোলিংয়ে আসেন অভিষেক শর্মা। কিন্তু তার ওভারে চারটি চার মারেন শেরফেইন রাদারফোর্ড। ফলে ম্যাচ চলে যায় গুজরাটের হাতে।
শেষ দিকে গিল ও রাদারফোর্ড মিলে সহজেই ম্যাচ জিতিয়ে দেন গুজরাটকে। গিল অপরাজিত থাকেন ৬১ রানে। ওয়াশিংটন করেন ৪৯।
পরবর্তী ম্যাচে সানরাইজার্স খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে, ১২ এপ্রিল। তার আগে পাঁচ দিন সময় আছে নিজেদের ভুল শোধরানোর। অন্যদিকে গুজরাট ৯ এপ্রিল খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন