
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
যে কারণে দর্শকের দিকে তেড়ে যান খুশদিল, জানাল পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম
-67f21e2fe94ab.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত কিছুতেই ভাঙতে পারছে না পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ডে সফরে গিয়ে পাত্তাই পায়নি পাকিস্তান। সব মিলিয়েই কঠিন চাপে মোহাম্মদ রিজওয়ানের দল। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি খুশদিল শাহ। দর্শক সমালোচনা করলে তার দিকে তেড়ে যান তিনি। ঠিক কি কারণে দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন এই অলরাউন্ডার এবার সেটাই জানাল পিসিবি।
সিরিজ শেষে পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে পুরো পাকিস্তান দল যখন ড্রেসিংরুমে ফিরছিল। সেসময়েই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তির্যক মন্তব্য করে। তখন মেজাজ হারিয়ে তেড়ে যান খুশদিল। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
এই অবস্থায় পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে কেন তেড়ে গিয়েছিলেন খুশদিল। যেখানে আফগান নাগরিকদের পাকিস্তান বিরোধী স্লোগানের বিষয়টিও উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষায় আরও কিছু আপত্তিজনক কথা বললে পরিস্থিতি জটিল হয়ে যায়।’
দর্শকের দিকে খুশদিলের এমন তেড়ে যাওয়ায় ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এখনও আইসিসি কিংবা পিসিবি শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়নি। তবে ধারণা করা হচ্ছে, শাস্তি পেতে যাচ্ছেন এই অলরাউন্ডার।