
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে কাকে এগিয়ে রাখছেন সুজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম

খালেদ মাহমুদ সুজন
আরও পড়ুন
গত ডিসেম্বরে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও এখনো নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও জাতীয় দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে সম্ভাব্য অধিনায়কের তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার সম্ভাব্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও ফর্মের কারণে তাকেই পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। সে দলে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও।
শনিবার (৫ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তাসকিন ইস্যুতে সুজন বলেছেন, ‘ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না এই কথাটা একদম ঠিক না।’

‘যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন সে চালিয়ে নিবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কিনা এটা গুরুত্বপূর্ণ’-যোগ করেন সুজন।
এছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর উত্তরসূরি হিসেবে লিটন দাসের নামও উচ্চারিত হচ্ছে। তাকে নিয়ে সুজনের মূল্যায়ন, ‘বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নিবে কি নিবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।’