
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম
ধবলধোলাইয়ের শিক্ষা পিএসএলে কাজে লাগাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
টি-টোয়েন্টি সিরিজে নাকানিচুবানি খাওয়ার পর সালমান আলী আগা বলেছিলেন, ‘ওয়ানডেতে দেখিয়ে দেব।’ পাকিস্তান পারেনি। জুনিয়ররা বাদ পড়েছে, অভিজ্ঞরা দলে ফিরেছে—তবুও যেই লাউ সেউ কদু। কুড়ি ওভারের সিরিজে তাও একটি ম্যাচ জিততে পেরেছিল, পঞ্চাশ ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাও আসেনি। মাউন্ট মঙ্গানুইয়ে হেরে ষোলকলা পূর্ণ করেছে পাকিস্তান।
কিউইদের বিপক্ষে আজ মোহাম্মদ রিজওয়ানদের ছিল ‘মান বাঁচানোর লড়াই।’ সেই লড়াইয়ে বারবার মুখ ধুবড়ে পড়েছে সফরকারীরা। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে—এ যেন পুরো সিরিজের প্রতিচ্ছবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। আজ ২৬৪ রানের জবাবে নেমে থেমেছে ২২১ রানে। তবে এই হারের শিক্ষা পাকিস্তান সুপার লিগে কাজে লাগাতে চায় পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান।
মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার বৃষ্টি দিয়েছিল বাগড়া। খেলা অবশ্য পণ্ড হতে পারেনি। তবে ওভার কমে আসে। সেই ম্যাচেও কিউই ব্যাটারদের দাপট। এরপর বেন সিয়ার্সদের তুলকালাম। ৪২ ওভারের খেলায়ও পুরো ওভার ব্যাট করতে পারেনি পাকিস্তান। হেরেছে ৪৩ রানে। এরআগে প্রথম ওয়ানডেতে ৪৪ ওভারে থেমেছে ৭৩ রান পেছনে এবং দ্বিতীয়টিতে ৪১ ওভারে গুটিয়ে হেরেছে ৮৪ রানে। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০।
আকিব জাভেদের তোপ দাগার দিনে আজ দুটি ফিফটি পেয়েছে কিউইরা। ওপেনার রয়স মারিউ খেলেছেন ৫৮ রানের ইনিংস। অধিনায়ক মিচেল ব্রাসওয়েলের ব্যাটে আসে ৫৯ রান। মিচেলের ৪৩, হেনরি নিকোলসের ২৬ রানে ৮ উইকেট হারালেও ২৬৪ রান আনে ব্ল্যাক ক্যাপসরা। জবাবে পাকিস্তান দাপট দেখালেও খেই হারায় মাঝের দিকে।
বেন সিয়ার্স তাণ্ডব চালানোর আগে অবশ্য ফিফটি করেছেন বাবর আজম। ৫৮ বলে করেছেন ৫০ রান। বাকিদের মাঝে সর্বোচ্চ ৩৭ রান এসেছে রিজওয়ানের ব্যাটে। বাকিদের সবাই ছিলেন আসা-যাওয়ার মাঝে। পাকিস্তানের হারটাও তাতে আসে বেশ বড়সড়।
হতাশার সিরিজেও মনোবল হারাচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। তিনি প্রত্যয়ী সামনের খেলায় ‘দেখে নেবে’ তারা। একই সঙ্গে রিজওয়ান আশাবাদী এই সিরিজের পাওয়া শিক্ষা পিএসএলে কাজে দেবে তাদের। ধবলধোলাইয়ের পর এমন আশাই শুনিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
রিজওয়ান বলেছেন, ‘হতাশার সিরিজ। ব্যাটিংয়ে বাবর আজম ও নাসিম শাহয়ের ফেরা খুশির। সুফিয়ান দুর্দান্ত বোলিং করছে। আমি নিউজিল্যান্ডকে ক্রেডিট দেব। তারা সব বিভাগে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। নতুন বলে আমাদের ভালো করতে হবে। দেশে ফিরে আমরা আলোচনা করব, কি শিখলাম এই সফরে। কদিন পরই পিএসএল খেলব, বড় টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারিনি, আশা করছি পিএসএলে ওসব মিটিয়ে দেব।’
এ মাসের ১১ তারিখে শুরু হচ্ছে পিএসএল। ৩৪ ম্যাচের টুর্নামেন্ট থামবে ১৮ মে। পাকিস্তান পরবর্তী ম্যাচ খেলবে জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে।