
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
ফিনিশার খুঁজছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম

ছবি: বাফুফে ফেসবুক পেজ
আরও পড়ুন
বাংলাদেশ দলের খেলা যারা দু-দণ্ড দেখেছেন, তারা নিশ্চয়ই ঘাটতি টের পেয়েছেন। একবাক্যে যেকেউ বলে দেবেন—দেশের ফুটবলে বড় সমস্যা ফিনিংশে। সেই ফিনিশিংয়ের ঘাটতি মেটাতে স্ট্রাইকার খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রবাসী ফুটবলারদের দিকেই বেশি নজর। ইতোমধ্যে কয়েজনের ট্রায়ালও নেওয়া হয়েছে। লক্ষ্য একজন নাম্বার নাইন।
বাফুফের সদস্য ইকবাল হোসেন জানিয়েছেন, দক্ষিণ এশিয়া তো বটেই এশিয়ান পর্যায়ে উন্নতি করতে ফুটবলে ঘাটতি মেটাতে হবে। স্ট্রাইকার না থাকা তথা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার বিষয়টি বুঝতে পেরেছে বাফুফেও। তাই দ্রুতই নিচ্ছে ব্যবস্থা। প্রবাসী বা দেশি স্ট্রাইকার খোঁজার কাজটি হতে পারে, এশিয়ান কাপ বাছাইয়ে পরবর্তী ম্যাচের আগেই।
ইকবাল হোসেন ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি সামনে এনে বলেছেন, ‘শেষ ম্যাচে এতগুলো সুযোগ পেয়েছি! এটা খেলার অংশ। খেলায় মিস হতেই পারে, এটা অসম্ভব কিছু না। তবে ভালো একজন ফিনিশার থাকলে ওইদিন ২-৩টি গোল দিতে পারতাম। যে মিসগুলো হয়েছে, ওগুলোর ফিনিশিং করতে পারতাম। এ জায়গাটাতে যদি আমাদের ভালো কিছু অন্তর্ভুক্ত হয়, এটা আমাদের জন্য বাড়তি পাওয়া হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ে এক ম্যাচ খেলে ১ পয়েন্ট বাংলাদেশের। ‘সি’ গ্রুপের বাকি সদস্যরাও পেয়েছেন একটি করে পয়েন্ট। যে কারণে খুব ভালো সুযোগ আছে লাল-সবুজদের চূড়ান্ত পর্বে খেলার। যে সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাফুফে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ। তার আগেই ফিনিশার খুঁজতে চায় বাফুফে।
প্রবাসী হোক বা দেশি—ফরোয়ার্ড প্রয়োজন বাংলাদেশের, যারা অল্প সুযোগও কাজে লাগিয়ে গোল করতে পারে। গোলের খেলা ফুটবলে বাংলাদেশ এই জাল খুঁজে পেতেই ভোগে। শেষ কয়েকটি ম্যাচে এই সমস্যা প্রকট আকারে চোখে পড়েছে। বাফুফে এবার সমাধান চায়।
গণমাধ্যমকে ইকবাল বলেছেন, ‘(সিঙ্গাপুরের বিপক্ষে) এ ম্যাচটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যে গ্রুপে আছি, এ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের সুযোগ আছে। এ সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। প্রবাসী ফুটবলারদের থেকেও আমরা কয়েকজনকে বেছে নিতে চাই। যেন বাংলাদেশ দল ভালো একটা জায়গায় যায়। দক্ষিণ এশিয়ার বাইরেও যেন আমরা এশিয়ান পর্যায়ে লড়াই করতে পারি।’
এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর। চার দলের টেবিল শীর্ষ দল পাবে পরের পর্বের টিকিট। আপাতত চারটি দলই তুলে নিয়েছে একটি করে পয়েন্ট।