
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম
কোটি টাকা জরিমানায় ছাড়া পেলেন রিয়াল ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:২০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মধুর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ডার্বি জয়ের আনন্দ করে গিয়ে একটু বাড়াবাড়ি-ই করে ফেলেছিলেন রিয়ালের কয়েকজন ফুটবলার। প্রতিপক্ষের ভক্তদের অসম্মান করার অভিযোগে নিষেধাজ্ঞার খড়গ ঝুলছিল কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, আন্টোনিও রুডিগার ও দানি সেবায়োসের ওপর।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ভক্তদের অসম্মানের অভিযোগে রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপ্পেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। সবমিলিয়ে এই তিন ফুটবলারকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা জরিমানা দিতে হবে।
তবে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের তারকা ভিনিসিয়ুসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়া এমবাপ্পে ও রুডিগারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা। তবে ওই সাজা এক বছরের মধ্যে যেকোন সময় ভোগ করতে হবে বলে উল্লেখ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যার অর্থ চলতি মৌসুমের বড় কোন ম্যাচ মিস করতে হবে না তাদের।
সাজা ও জরিমানা করে উয়েফা জানিয়েছে, আচরণবিধির প্রাথমিক ধারা ভঙ্গ করেছেন রিয়ালের ফুটবলাররা।
৯ এপ্রিল বাংলাদেশ সময় রাতে আর্সেনালের বিপক্ষে তাদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা। ওই ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় ছিলেন রিয়ালের তারকা এই চার ফুটবলার। তবে শেষ পর্যন্ত শাস্তি পেলেও অন্তত ম্যাচটি মিস হচ্ছে না তাদের।