
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
হানিমুন বাদ দিয়ে আইপিএলে খেলতে এসে দুই হাতে বল ছুঁড়লেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
শ্রীলংকার ইনফর্ম অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। আইপিএলে ডাক পড়ায় তাকে বাদ দিতে হয়েছে নিজের হানিমুনের পরিকল্পনা। এবার মাঠে নেমে দুই হাতে বল ছুঁড়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
আইপিএলের মেগা নিলামে কামিন্দুকে দলে পেতে ৭৫ লাখ রুপি খরচ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন কামিন্দু। তবে তার বোলিং নৈপুণ্যের পরও হায়দরাবাদ হেরেছে ৮০ রানে।
কলকাতার ইনিংসে ১৩তম ওভারে বল করতে এসে দর্শকদের চমকে দিয়েছেন কামিন্দু। লংকান এই স্পিনার ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারিটি করেছেন বাম হাতে এবং বাকি তিনটি ডেলিভারি ডান হাতে। আইপিএলে এটাই প্রথম ম্যাচে দুই হাতে বল করার কীর্তি। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও দুই হাতে বল করেছেন লংকান এই স্পিনার।
স্বীকৃত ক্রিকেটে দুই হাতে বোলিং করার কীর্তি রয়েছে হাশান তিলকরত্নে আর হানিফ মোহাম্মদেরও।
আইপিএলে আসার আগে দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করেছেন কামিন্দু। পরিকল্পনা ছিল দেশের বাইরে হানিমুন উদযাপনের। কিন্তু আইপিএলের জন্য শ্রীলংকার পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের শহর হাপুতালেতে সংক্ষিপ্ত আকারেই হানিমুন সেরেছেন এই নবদম্পতি।
তাদের বিয়ের পরিকল্পনাকারী পাতুম গুনাবর্ধনা বলেছেন, ‘হাপুতালেতে দুজন সংক্ষিপ্ত মধুচন্দ্রিমা সেরে নিয়েছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেওয়ায় দেশের বাইরে যেতে পারেনি।’
ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫
আরও পড়ুন