
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম
নারিনের সামনে শুধু একজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
রেকর্ড ভাঙলেই তবে গড়বে নতুন রেকর্ড। সুনীল নারিন যেন পণ করে বসেছেন, ‘শুধু রেকর্ড ভাঙব, আমার সামনে কাউকে থাকতে দেব না!’ সেই পথে বোধহয় এগোচ্ছেনও। ক্যারিবিয়ান তারকা বৃহস্পতিবার আইপিএলে এমন এক রেকর্ড গড়েছেন, যা আর কারও নেই। বিশ্ব ক্রিকেটের বিবেচনায় নিলে সেই রেকর্ড আছে শুধু আর একজনের।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রবাদের বিপক্ষে জয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে কামিন্দু মেন্ডিসকে আউট করেন ক্যারিবিয়ান এই স্পিনার। সেই উইকেটেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে পূর্ণ করেন ২০০তম উইকেট। নারিন কেকেআরের হয়ে এখনও পর্যন্ত মোট ১৮০টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে হাত ঘুরিয়েছেন ১৭৮টি ইনিংসে। প্রতিপক্ষের ব্যাটারদের পরাস্ত করেছেন ১৮২ বার। তবে ক্যারিবিয়ান তারকা কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ৯টি ম্যাচে নেন আরও ১৮টি উইকেট। অর্থাৎ কেকেআরের জার্সিতে উইকেট সংখ্যা সাকুল্যে ২০০টি।
নারিনের আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোনো একটি দলের হয়ে ২০০-র বেশি টি-টোয়েন্টি উইকেট নেওয়ার রেকর্ড সামিত প্যাটেলের। নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টিতে মোট ২০৮টি উইকেট নিয়েছেন। এবারের আইপিএলে আর মাত্র ৯টি উইকেট নিলেই সামিতকে টপকে বিশ্বরেকর্ড গড়বেন নারিন।
নারিনের পরে একটি আইপিএল দলের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে লসিথ মালিঙ্গার। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে মোট ১৯৫টি উইকেট নিয়েছেন। আইপিএলে আর মাত্র ২টি উইকেট নিলেই কেকেআর মেন্টর ডোয়েন ব্র্যাভোর রেকর্ডও ভেঙে দেবেন নারিন। অপেক্ষা এখন নারিন কতদূর যায়, সেটি দেখার।