
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম
মৌসুম শেষে সিটিজেনদের বিদায় বলবেন দে ব্রুইনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ক্যারিয়ারের শুরুর দিকে ইংলিশ লিগে দুই মৌসুম খেলেছিলেন চেলসির জার্সিতে। তবে নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ পাননি কেভিন দে ব্রুইনা। এরপর ইংল্যান্ড ছেড়ে পাড়ি জমান জার্মানিতে। সেখানে শুরুতে ওয়ের্ডার ব্রেমেনের হয়ে ধারে এবং পরে ভলফসবুর্গের হয়ে বাজিমাত করে আবার ইংলিশ ফুটবলের নজর কাড়েন তিনি। ২০১৫-১৬ মৌসুমে এই বেলজিয়ানকে ইংল্যান্ডে ফিরিয়ে আনে ম্যানচেস্টার সিটি।
এরপরের গল্পটা রূপকথার। সিটিজেনদের হয়ে ভুরি ভুরি ট্রফি জিতেছেন। সকাল-সন্ধ্যা রেকর্ড গড়েছেন। পেপ গার্দিওলার অবিশ্বাস্য সিটি স্কোয়াডের ‘ক্রিয়েটিভ হার্ট’ হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
তবে যার শুরু আছে, তার শেষও আছে। নিয়তির এই রীতি মেনে ইতিহাদ স্টেডিয়ামে দে ব্রুইনার বেলা ফুরাচ্ছে। এতদিন গুঞ্জন হিসেবে তার বিদায়ের খবর ভেসে বেড়ালেও এবার ৩৩ বছরের এই ফুটবলার নিজেই জানিয়ে দিলেন, চলতি মৌসুমই হতে যাচ্ছে সিটিজেনদের সঙ্গে তার শেষ মৌসুম। ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে চলেছেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দে ব্রুইনা ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘প্রিয় ম্যানচেস্টার, এটাই হবে ম্যানচেস্টার সিটি খেলোয়াড় হিসেবে আমার শেষ কয়েকটি মাস। এটা লেখা মোটেও সহজ নয়, কিন্তু একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি এই দিনটা একদিন আসবেই। সেই দিনটা আজ এসেছে – এবং আমি চাচ্ছি, আপনারা এটা সবার আগে আমার মুখ থেকেই জানুন।’
‘প্রত্যেকটা গল্পেরই একসময় শেষ হয়, কিন্তু এটা নিঃসন্দেহে আমার জীবনের সেরা অধ্যায় ছিল। চলুন, এই শেষ মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করি! অনেক ভালোবাসা’-যোগ করেন দে ব্রুইনা।
ম্যানচেস্টার সিটির হয়ে ৪০০-এর বেশি ম্যাচ খেলা দে ব্রুইনা ক্লাবটির জার্সিতে ছয়টি লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সম্ভাব্য সব শিরোপাই জয় করেছেন।