
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৩ পিএম

আরও পড়ুন
আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ। আকাশি-সাদারা লাল-সবুজের কাছে বিশাল ব্যবধানে হারছে। না, মেসি-দে পলরা জামাল-হামজাদের কাছে হারছেন না। মূলত ফুটবলভিত্তিক একটি ওয়েবসাইট আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করার পথে বাংলাদেশ। এই অর্জনটা পুরোপুরিভাবেই বাংলাদেশের ফুটবলপ্রেমী জনতার।
সামাজিক মাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’।
আদতে ফুটবল দুনিয়ায় বাংলাদেশ বড় কোনো নাম না হলেও এই দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসার কথা গোটা পৃথিবী জানে। বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল উন্মাদনার কথা ফলাও করে প্রচার হয় বিশ্ব গণমাধ্যমে। সামাজিক মাধ্যমেও বাংলাদেশের ফুটবলপ্রেমীরা বেশ প্রভাবশালী।
এর ফলে ফেসবুক ফলোয়ার্স কাপে বাংলাদেশ শুরু থেকেই অন্যতম ফেবারিট ছিল। তবে ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়াতে প্রতিযোগিতা কঠিন হওয়ার সম্ভাবনা ছিল।
কিন্তু বাংলাদেশের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। ফাইনালে বাংলাদেশের পক্ষে প্রতীক রাখা হয় ‘লাভ’, আর্জেন্টিনার ‘কেয়ার’। ফেসবুকের সেই খেলায় শুরু থেকেই বাংলাদেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর ভোটে এগিয়ে যায় লাল-সবুজ পতাকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই স্পষ্ট হয় কে জিততে চলেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালের পোস্টারে রিয়্যাকশন পড়েছে ৮ লাখ ৭৭ হাজারের বেশি ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টা শেষে ফলাফল ঘোষণা হবে। কিন্তু যে পরিমাণ রিয়্যাকশন বাংলাদেশের পক্ষে পড়েছে তার পরিমাণ বিশাল। বাংলাদেশের ভোট ৮ লাখ ৫২ হাজারের বেশি। আর্জেন্টিনা পেয়েছে ১৭ হাজার ভোট। তাই বাংলাদেশ-ই যে চ্যাম্পিয়নের খেতাব পাচ্ছে–তা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলকেও হারায় বাংলাদেশ।