
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম
পাকিস্তানে লিটন-নাহিদদের বিপক্ষে খেলতে তর সইছে না রিশাদের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০৪ এএম

আরও পড়ুন
গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন। এরপরই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার প্রতি আগ্রহ বাড়তে থাকে।
বিশ্বকাপ শেষ হতেই গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় টরন্টো ন্যাশনালস দলে নেয় তাকে। এরপর বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০২৪-২৫ মৌসুমে হোবার্ট হ্যারিকেন্সও দলে ভেড়ায় রিশাদকে। কাকতালীয়ভাবে, দুটি দলই নিজেদের লিগের চ্যাম্পিয়ন হয়, তবে কোনো কারণবশতই রিশাদ খেলতে পারেননি এই আসরগুলোতে।
এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন ২২ বছর বয়সী এই লেগ-স্পিনার। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। দলটিতে আছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস ও ফখর জামানের মতো তারকারা।
বাংলাদেশ দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় বিসিবি রিশাদকে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র দিয়েছে। এবার তার লক্ষ্য তারায় ভরা এই দলে নিজেকে প্রমাণ করা।
রিশাদ বলেন, ‘কোনো দলের হয়ে সুযোগ পাওয়া দারুণ ব্যাপার। আমাদের দলটা খুব ভালো। সাধারণত এমন দলে সুযোগ পাওয়া কঠিন। আমি দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
লাহোরের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে তার ইতোমধ্যেই কথা হয়েছে বলে জানান রিশাদ। ডমিঙ্গো এর আগে বাংলাদেশ দলের কোচ ছিলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের কথা হয়েছে। সাধারণত কোনো টুর্নামেন্টের আগে কোচরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, এটাই স্বাভাবিক।’
পিএসএলে জাতীয় দলের দুই সতীর্থ লিটন দাস (করাচি কিংস) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি)-এর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন রিশাদ।
‘এটা সত্যিই রোমাঞ্চকর ব্যাপার। তারা আমার জাতীয় দলের সতীর্থ, কিন্তু এখানে আমরা ভিন্ন দলে খেলব। আশা করি, এই লড়াইটা উপভোগ করব।’
বাংলাদেশ দলের মে মাসে পাকিস্তান সফরের কথা থাকলেও এখনই সেটা নিয়ে ভাবছেন না রিশাদ।
‘আসলে আমি এটা নিয়ে এখন ভাবছি না। জাতীয় দলের ম্যাচ এখনো অনেক দূরে। আপাতত শুধু পিএসএলে মনোযোগ দিচ্ছি। আশা করি, ভালো কিছু করতে পারব।’