
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম
মিরপুরের মতো আধুনিকতার ছোঁয়া লাগছে অন্য মাঠেও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ এএম

আরও পড়ুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের মাঠগুলোর মান উন্নয়নে বড় উদ্যোগ নিচ্ছে। অস্ট্রেলিয়া থেকে আনা হচ্ছে মাঠ রক্ষণাবেক্ষণের অত্যাবশ্যক কিছু যন্ত্রপাতি।
রোলার, সুপার সপার, ঘাস কাটার মেশিন ও পিচ কভারসহ দরকারি যন্ত্রপাতি আনা হবে। এই যন্ত্রপাতি কেনার পরামর্শ দিয়েছিলেন সাবেক বিসিবি কিউরেটর টনি হেমিং। বর্তমানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করছেন।
দেশে দীর্ঘদিন ধরেই এসব যন্ত্রের অভাব রয়েছে। যার ফলে মাঠ প্রস্তুত রাখতে মাঠকর্মীদের অনেক কষ্ট করতে হয়। মিরপুর ছাড়া দেশের আর কোনো ভেন্যুতে ঠিকমতো সরঞ্জাম নেই। মাঠকর্মীরা কষ্ট করে কাজ করেন, কিন্তু ঠিক যন্ত্রপাতি না থাকলে কাজটা কঠিন হয়ে যায়। এ কাজটা মাঠকর্মীরা মূলত চালান হাতে-কলমে। যন্ত্রপাতি আনলে কাজটা সহজ হবে অনেকটাই। এভাবেই ভাবছে বিসিবি।
বিসিবির এক কর্তা জানিয়েছেন, ‘অনেক দেশে দেখা যায় মাত্র দুইজন লোক পুরো মাঠ সামলায়, কারণ তারা আধুনিক যন্ত্র ব্যবহার করে। আমাদের এখানে সেটা সম্ভব নয়। এখন আমরা কয়েকটা মাঠে যন্ত্র দেব, এতে পরিস্থিতি অনেকটা ভালো হবে। এটা একটা বড় পদক্ষেপ হবে।’