
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম
৬৪ দলের বিশ্বকাপ ‘খুবই বাজে প্রস্তাব’, কেন বললেন তিনি?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম

আরও পড়ুন
উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেছেন, ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল করার প্রস্তাবটা ‘খারাপ প্রস্তাব’। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। এই আসর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়।
কিন্তু মার্চ মাসে ফিফা কাউন্সিল মিটিংয়ে উরুগুয়ের ফুটবল ফেডারেশনের প্রধান ইগনাসিও আলোনসো বিশ্বকাপে আরও দল বাড়ানোর প্রস্তাব দেন।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা এই প্রস্তাব নিয়ে বিশ্লেষণ করার দায়িত্ব অনুভব করছে। কিন্তু উয়েফা সভাপতি সেফেরিন এই প্রস্তাবের বিরোধিতা করেন। বেলগ্রেডে উয়েফার কংগ্রেসে তিনি তার অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেন, ‘এটা আমার কাছে আপনাদের থেকেও বেশি বিস্ময়কর। আমি মনে করি এটা বাজে প্রস্তাব।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটা বিশ্বকাপের জন্যও ভালো না, আর আমাদের বাছাইপর্বের জন্যও ভালো না, যেমনটা আপনারা জানেন।’
‘তাই আমি এই ধারণার পক্ষে না। আমি জানি না এই প্রস্তাব কোথা থেকে এলো। এটা অদ্ভুত যে ফিফা কাউন্সিলে প্রস্তাব আসার আগে আমরা কিছুই জানতাম না।’
২০৩০ বিশ্বকাপ হবে তিনটি মহাদেশে। মূল আয়োজক দেশ হলো পর্তুগাল, স্পেন এবং মরক্কো। এছাড়া দক্ষিণ আমেরিকায় তিনটি ম্যাচ হবে – আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। শতবর্ষ পূর্তি উপলক্ষে এই তিনটি দেশকে রাখা হয়েছে।