
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম
এসিসির নতুন চেয়ারম্যান নকভি

আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:১০ পিএম

আরও পড়ুন
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হলেন পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান মহসিন নকভি। তিনি শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন। সিলভা শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) সভাপতি।
বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সভায় আন্তঃমহাদেশীয় সংগঠন এসিসির সদস্যদের বার্ষিক সাধারণ সভায় নাকভির নিয়োগ চূড়ান্ত হয়। তিনি দুই বছরের জন্য এই পদে আসীন হয়েছেন।
পিসিবি সভাপতি নকভির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী সেপ্টেম্বরে ছয় জাতির এশিয়া কাপের আয়োজন করা। এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারত-পাকিস্তান কূটনৈতিক টানাপোড়েনের জেরে এশিয়া কাপের আসর বসবে কোনো নিরপেক্ষ দেশে।
নকভিকে সিদ্ধান্ত নিতে হবে সেই নিরপেক্ষ ভেন্যু হবে কোন দেশ। সংযুক্ত আরব আমিরাত এক্ষেত্রে এগিয়ে থাকলেও শ্রীলংকার আয়োজক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।