Logo
Logo
×

খেলা

মেয়াদ বাড়লেও বেতন বাড়ছে না বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম

মেয়াদ বাড়লেও বেতন বাড়ছে না বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের

বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ বেড়েছে আগেই। এবার মেয়াদ বাড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীরও।

আরও তিন মাস বাড়িয়ে জুন পর্যন্ত করা হয়েছে তার চুক্তির মেয়াদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর চুক্তি নবায়ন করে আরও তিন মাস বাড়ানো হয়েছে। আমাদের বর্তমান কমিটি নতুন। তাই সাইফুলকে আমরা একটু দেখে নিতে চাই। এজন্য তিন মাস সময় বাড়ানো হলো।’

মোহামেডান ও জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুলের বেতন-ভাতার বিষয়ে তিনি বলেন, ‘এখন তার বেতন বাড়ার সম্ভাবনা কম। বাফুফের আর্থিক অবস্থা ভালো নয়।’


সাইফুল বারী টিটু বাংলাদেশ ফুটবল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম