
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম
অ্যাথলেটিক্সে আবারও উন্মুক্ত ট্রায়াল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ এএম

১৬ বছর পর আবার সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। ৩-৫ মে ভারতের রাঁচিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সবশেষ এই টুর্নামেন্ট হয়েছিল ২০০৯ সালে। প্রস্তুতির অংশ হিসাবে অ্যাথলেটিক্স ফেডারেশন ১৪ জন অ্যাথলেটকে নিয়ে আর্মি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে গত মাসে। জাতীয় দলের ক্যাম্প চলা অবস্থায় ২০ এপ্রিল আবারও উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করা হয়েছে। ফলে এক মাসের বেশি সময় ক্যাম্প করার পর আবারও ট্রায়ালে অংশ নেবেন ক্যাম্পে থাকা অ্যাথলেটরা। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘এক মাস প্রশিক্ষণের পর তাদের প্রকৃত অবস্থা আমরা ট্রায়ালের মাধ্যমে বুঝতে পারব। এজন্যই উন্মুক্ত ট্রায়ালের ব্যবস্থা করেছি।’
অ্যাথলেটিক্স ফেডারেশন ২০ এপ্রিল ট্রায়ালের জন্য ইতোমধ্যে তাদের নিবন্ধিত সংস্থাগুলোকে চিঠি দিয়েছে। সংশ্লিষ্ট ইভেন্টের খেলোয়াড়রা ঢাকা জাতীয় স্টেডিয়ামে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করবেন। উন্মুক্ত ট্রায়ালে কেউ যদি জাতীয় দলের ক্যাম্পে থাকা অ্যাথলেটদের চেয়ে ভালো পারফর্ম করেন, তাহলে সুযোগ পাবেন। শাহ আলম বলেন, ‘আমরা বিদেশে দল পাঠাব। যারা সেরা তাদেরই পাঠাতে চাই। এজন্যই ট্রায়ালের ব্যবস্থা।’
১৪ জন অ্যাথলেট ক্যাম্পে যোগ দিলেও কোচিং স্টাফের সবাই যোগ দিতে পারেননি। নারী দলের কোচ ফৌজিয়া হুদা জুঁই ও ছেলে দলের স্প্রিন্ট কোচ আবদুল্লাহ হেল কাফি ঈদের ছুটির আগে অনুশীলন করাতে পারেননি। ফৌজিয়া বিসিবিতে চলে গেছেন। তাকে বাদ দিয়ে ক্যাম্প চালাবে ফেডারেশন। ঈদের পর ক্যাম্পে আসবেন কাফি।