
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম
আমার জীবন থেকে ঈদ হারিয়ে যাচ্ছে, আক্ষেপ সাঁতারু সামিউলের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম

আরও পড়ুন
খেলার কারণে অনেক ক্রীড়াবিদকে কখনো কখনো বিদেশে ঈদ কাটাতে হয়। তবে সাঁতারু সামিউল ইসলামের কষ্টটা অন্যরকম। এ পর্যন্ত তিনটি ঈদ কেটেছে তার দেশের বাইরে। মাকে ছাড়া ঈদ তার কাছে অনেক কষ্টের। থাইল্যান্ড থেকে সামিউল বলেন, ‘ঈদের অনেক কিছুই মিস করছি। রাজবাড়ী শহরে ঈদের নামাজ পড়তে যাওয়া, মায়ের হাতের রান্না করা খাবার এখানে নেই। অনেক কিছু মিস করছি। সবচেয়ে বেশি মনে পড়ছে মায়ের কথা। মাকে রেখে বিদেশে ঈদ করছি, ভাবলেই চোখে পানি চলে আসে।’
সামিউলের বয়স যখন আট মাস, তখন সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান। মা অনেক কষ্ট করে সামিউলকে বড় করেছেন। সংসারে শুধু মা ও তিনি। দেশসেরা এই সাঁতারু উন্নত প্রশিক্ষণের জন্য দুই বছর ধরে রয়েছেন থাইল্যান্ডে। ফুকেটে ওয়ার্ল্ড অ্যাকুয়েটিকসের ট্রেনিং সেন্টারে নিবিড় প্রশিক্ষণ নিচ্ছেন। সোমবার চার কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়েছিলেন ঈদুল ফিতরের নামাজ পড়তে। সঙ্গী ছিলেন ক্যাম্পের আফ্রিকান এক মুসলিম যুবক। সকালে অনুশীলন সেরে ঈদের নামাজ আদায় করতে তারা যান দূরের সেই মসজিদে। জুলাইয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে সামিউলের সঙ্গে একজন নারী সাঁতারু অংশ নেবেন। সামিউল তারই প্রস্তুতি নিচ্ছেন।
সামিউল বলেন, ‘নামাজ পড়া ছাড়া ঈদের আর কোনো আনন্দ এখানে নেই। পুরো ক্যাম্পে আমরা দুজন মুসলিম প্রশিক্ষণার্থী। অন্যজন আফ্রিকান। তার সঙ্গে সকালে নামাজ পড়েছি। এরপর বিশ্রাম। ঈদের কোনো আয়োজন থাকে না এখানে। খাবার অন্যান্য দিনের মতো। বিশ্রাম নিয়ে বিকালে আবার পুলে নামতে হবে। ঘুরতে যাওয়া হবে না। সেই সুযোগ নেই। আমার জীবন থেকে ঈদ হারিয়ে যাচ্ছে।’