
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৭:১৮ এএম
৭ সপ্তাহের জন্য মাঠের বাইরে হালান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১১:০৪ এএম
-67ecc56804251.jpg)
ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তার গোড়ালিতে চোট লেগেছে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এই তথ্য জানিয়েছেন। বুধবার লেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে তিনি এ কথা বলেন।
২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড এখন পর্যন্ত ২৮টি লিগ ম্যাচে ২১টি গোল করেছেন। গত সপ্তাহে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে খেলতে গিয়ে তিনি চোট পান।
গার্দিওলা বলেন, ‘কিছু বছর এমন হয় যখন এই ধরনের ঘটনা ঘটে। পুরো মৌসুম জুড়ে এমন হয়েছে। আমি বলব, যদি ক্লাব বিশ্বকাপের আগ মুহূর্তে না হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।’
তিনি আরও বলেন, ‘আমরা এই মৌসুমে অনেক চোট পেয়েছি। এটা আমাদের জন্য হতাশার। আর্লিংয়ের জন্যও দুঃখ লাগছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি, যেন সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে পারে।’
‘ডাক্তাররা আমাকে বলেছেন, পাঁচ থেকে সাত সপ্তাহ সময় লাগবে। আশা করি, মৌসুমের শেষ দিকে এবং ক্লাব বিশ্বকাপের আগে সে ফিট হয়ে উঠবে।’
ক্লাব বিশ্বকাপ ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে।