
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম
স্পিনারের খোঁজে সারা দেশে চিরুনি অভিযান চালাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:৪৫ এএম
-67e750c03bbbd.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান স্পিনার তুলে আনার জন্য ‘স্পিনার হান্ট’ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুন মাস থেকে সারা দেশে এই কার্যক্রম শুরু হবে।
গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে। স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি।
বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আমরা জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব।’
একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি। কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’
গত বছর সারা দেশ থেকে মোট ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেন শাহেদ মেহমুদ। পাকিস্তানের এই সাবেক স্পিনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজ করেন। ৮০ জন থেকে প্রাথমিক ক্যাম্পের পর সেটি কমিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুর একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে বিসিবি।