
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ১১:০৬ এএম
চপলের বিদায় আরচারির সম্পাদক তানভীর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:৩৫ এএম
-67e74e7c9dcb5.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
আগের দিন কাজী রাজীব উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক রেখেই আরচারি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সার্চ কমিটির পদত্যাগের হুমকিতে কয়েক ঘণ্টার মধ্যে সেই পদে সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করে ক্রীড়াঙ্গনের অভিভাবক এই সংস্থা।
এনএসসির দেওয়া অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর আহমেদকে। রাজীব উদ্দিন আহমেদকে ১৯ সদস্যবিশিষ্ট কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে। আগের ঘোষিত কমিটিতে এক নম্বর সদস্য পদে ছিলেন তানভীর আহমেদ।
সার্চ কমিটির ভাষ্য অনুযায়ী দুই মেয়াদে কেউ কোনো ক্রীড়া ফেডারেশনে থাকবেন না, এমন নিয়মে কাজী রাজীব উদ্দিনকে তারা বাদ দিয়েছিলেন। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ ওই পদে তাকে রেখেই বৃহস্পতিবার কমিটি ঘোষণা করেছিল। যার ফলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান রানা।
পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি শান্ত হয় এবং কাজী রাজীবকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেনকে সরিয়ে দিলদার হাসান দিলুকে এবং বক্সিং ফেডারেশনে মাজহারুল ইসলামকে সরিয়ে সাধারণ সম্পাদক করা হয়েছে এসএ কুদ্দুস খানকে। এ নিয়ে ২৬টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ।