
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:২২ পিএম
ব্রাজিলে রাফিনিয়া-ভিনি-রদ্রিগোকে তুলোধুনো

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১০:০১ এএম
-67e61f26e7fe1.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে। সেই সমালোচনার যথেষ্ট কারণও আছে। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাদেরকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। যে কারণে সবচেয়ে বেশি আক্রমণের শিকারটাও তাকেই হতে হচ্ছে।
তবে শুধু আর্জেন্টিনা কিংবা দলটির ভক্তরাই নয় নিজ দেশেও কঠোর সমালোচিত হতে হচ্ছে তাকে। সমালোচনা থেকে বাঁচতে পারছেন না দলটির তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোও।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রাজিলিয়ান ক্রীড়া সাংবাদিক ব্রুনো হেদেরের কঠোর সমালোচনা করেছেন ব্রাজিলের আক্রমণভাগের ফুটবলারদের। যে ভাষায় তিনি সমালোচনা করেছেন তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ব্রাজিলিয়ান এই সাংবাদিক রাফিনিয়াকে বলেছেন ‘বিড়ালছানা’ (কিটেন), ভিনিসিয়ুসকে বলেছেন ‘ট্রায়াথলেট’ এবং রদ্রিগো তার চোখে ‘ভিটামিন সি খেলোয়াড়’।
আর্জেন্টিনা ম্যাচের আগে রাফিনিয়া বলেছিলেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’ রাফিনিয়ার এমন মন্তব্য নিয়েই এখন তাকে খোঁচা দিয়েছেন হেদের। বলেন, ‘রাফিনিয়ার কথা সিংহের মতো, কিন্তু খেলায় বিড়ালছানা।’
মাঠে ভিনির উত্তেজক আচরণকে ব্যঙ্গ করে হেদের এই তারকাকে বলেন ‘ট্রায়ালথেট’। আরও যোগ করেন, ‘ভিনি জুনিয়র হলেন ট্রায়াথলেট। কেন জানেন? কারণ, সে দৌড়ায়, সাইকেল ও সাঁতরায়।’ রদ্রিগোকে নিয়ে হেদের বলেন, ‘রদ্রিগো হচ্ছে ভিটামিন সি খেলোয়াড়। কারণ, তিনি কাউকে আঘাত করেন না।’
ব্রাজিলের এই তিন তারকা ফরোয়ার্ডকে নিয়ে হেদেরের এই মন্তব্যগুলো ব্যাপক সাড়া ফেলেছে ব্রাজিলে। সামাজিক যোগাযোগামাধ্যমে যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।